মুক্তা বোবদের (CJI Bobde Mother) নামে মালিকানাধীন শেডন লন। আকাশবাণী স্কোয়ারের কাছে যে বাড়ি বিয়ে ও অন্যান্য অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। সুপ্রিম কোর্টের বিচারপতির বয়স্ক মায়ের ভগ্ন স্বাস্থ্যের সুযোগ নিয়ে সেখানকার কেয়ারটেকার প্রায় আড়াই কোটি টাকা প্রতারণা করেছেন বলেই অভিযোগ।
গোটা ঘটনা সামনে আসার পরই শোরগোল পড়ে যায়। তড়িঘড়ি তদন্তে গঠিত হয় সিট। যার পরই পুলিশ গ্রেফতার করে শেডন লনের কেয়ারটেয়ার তাপস ঘোষকে। ২০০৭ সাল থেকে তাঁকে বেতনভুক কেয়ারটেকার হিসেবে নিযুক্ত ছিলেন তিনি।
করোনা ভাইরাসের কারণ দেখিয়ে একাধিক অনুষ্ঠান বাতিল ও লোককে টাকা ফেরৎ না দেওয়ার ঘটনার পরই সামনে আসে গোটা বিষয়টা। তারপরই ২০১৭ থেকে সব বুকিং ও তাঁর থেকে পাওয়া টাকার অঙ্ক খতিয়ে দেখতে গিয়ে ধরা পড়ে প্রায় আড়াই কোটি টাকা প্রতারণা করেছেন কেয়ারটেকার।
পুলিশের দ্বারস্থ হন প্রধান বিচারপতির মা। এরপরই সিট গঠন ও দ্রুত তদন্ত শুরু। সিতাবুলদির পুলিশ তাঁকে গ্রেফতার করার পর আস্থা ভঙ্গ, প্রতারণা ও জোচ্চুরির অভিযোগ আনে প্রতারক ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে। তারপর পুলিশের জালে ধরাও পড়ে প্রতারক। আজ তাঁকে কোর্টে পেশ করা হয়েছিল। ১৬ ডিসেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।