নয়াদিল্লি: বিচারপতিদের মামলা বন্টন সংক্রান্ত রোস্টার তৈরি হল সুপ্রিম কোর্টে। সেটি শীর্ষ আদালতের ওয়েবসাইটে তুলে দেওয়া হয়েছে জনসাধারণের জ্ঞাতার্থে। ১৩ পৃষ্ঠার বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে, প্রধান বিচারপতির নির্দেশে তৈরি নতুন মামলার বিচার সংক্রান্ত রোস্টার ৫ ফেব্রুয়ারি থেকে পরবর্তী নির্দেশ জারি হওয়া পর্যন্ত চালু থাকবে। নতুন রোস্টারে বিষয়বস্তু অনুসারে মামলাগুলি বন্টন করা হবে। ঠিক হয়েছে, এবার থেকে যাবতীয় জনস্বার্থ মামলাগুলি নিজের হাতে রাখবেন প্রধান বিচারপতি, সেগুলির শুনানি করবেন তিনিই। সব স্পেশাল লিভ পিটিশন, জনস্বার্থ সংক্রান্ত সব বিষয়, সামাজিক ন্যয়, নির্বাচন, ফৌজদারি বিষয় সংক্রান্ত বিষয়গুলি তিনি দেখবেন। বাকি বিচারপতিরা শ্রম বিরোধ, কর সংক্রান্ত বিবাদ, ক্ষতিপূরণ, ক্রেতা সুরক্ষা, সমুদ্র সংক্রান্ত বিবাদ, ব্যক্তিগত আইন, পারিবারিক আইন, জমি অধিগ্রহণ সংক্রান্ত বিরোধ, কোম্পানি সংক্রান্ত মামলাগুলির শুনানি করবেন।
গত ১২ জানুয়ারি চার সিনিয়র বিচারপতি জে চেলামেশ্বর, বিচারপতি এম বি লোকুর, বিচারপতি ক্যুরিয়েন জোসেফ, বিচারপতি রঞ্জন গগৈ গুরুত্বপূর্ণ মামলাগুলির বন্টন নিয়ে প্রধান বিচারপতি দীপক মিশ্রের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ জানিয়ে বথলেন, সিনিয়রিটির বিচারে নবীন বিচারপতিদের বেঞ্চে এ ধরনের মামলাগুলি পাঠাচ্ছেন তিনি। সর্বোচ্চ আদালতের কাজকর্ম ঠিকঠাক চলছে না বলে দাবি করে তাঁরা জানান, দু মাস আগে প্রধান বিচারপতিকে সব জানিয়ে চিঠি দেওয়া হলেও কোনও জবাব আসেনি। তাঁরা বলেন, বেশ কিছু নজির আছে যেখানে দেশ, প্রতিষ্ঠানের ওপর বিরাট প্রতিক্রিয়া ফেলতে পারে, এমন মামলাগুলি প্রধান বিচারপতি বেছে বেছে পছন্দসই বেঞ্চে পাঠিয়ে দিচ্ছেন, যার পিছনে কোনও যুক্তি নেই। যে কোনও মূল্যে এটা ঠেকাতে হবে।
সূত্রের খবর, কয়েকজন বিচারপতি প্রধান বিচারপতিকে প্রস্তাব দেন, তিনি বম্বে হাইকোর্টে যে ধরনের রোস্টার ব্যবস্থা চালু রয়েছে, তা খতিয়ে দেখতে পারেন।