উত্তরপ্রদেশ: প্রিয়ঙ্কা গাঁধী বঢড়াকে নিয়ে দলেরই একাংশের মধ্যে ক্ষোভ। নেতৃত্বে এসে ইন্দিরা-রাজীব জমানার অনেক কংগ্রেস নেতাকেই নাকি তিনি ‘নিষ্ক্রিয়’ করে দিয়েছেন। দলের অনেক সিদ্ধান্তই জানানো হচ্ছে না প্রবীণ নেতাদের। এই অভিযোগ এনেই প্রিয়ঙ্কার বিরুদ্ধে সরব হতে চলেছে উত্তরপ্রদেশ কংগ্রেসের একাংশ। সূত্রের খবর, কংগ্রেসের প্রাক্তন সাংসদ সন্তোষ সিংহ সহ আরও অনেক নেতা সনিয়া গাঁধীর কাছে প্রিয়ঙ্কা নিয়ে নালিশ করার কথাও নাকি ভাবছেন। ইতিমধ্যেই সন্তোষ সিংহ নিজের বাসগৃহে এই বিষয়ে একটি বৈঠকও করেছেন।


তাঁদের অভিযোগ, ইন্দিরা গাঁধীই হোক কিংবা রাজীব গাঁধীর সময়ই হোক, সে সময় অনেক বেশি গুরুত্ব পেতেন তাঁরা। এমনকি সনিয়া আমলেও দলের ছোট বড় অনেক সিদ্ধান্তেই নিজেদের মত রাখতে পারতেন। তবে উত্তরপ্রদেশের দায়িত্ব প্রিয়ঙ্কার হাতে আসতেই ছবিটা পাল্টে যায়। প্রথমে রাজ বব্বরকে ইউপি কংগ্রেসের সভাপতি পদ থেকে সরিয়ে অজয় কুমার লাল্লুকে নিয়ে আসেন প্রিয়ঙ্কা। কমিটিতে নিজের পছন্দের লোককে জায়গা করে দেওয়ার অভিযোগও উঠেছে প্রিয়ঙ্কার বিরুদ্ধে। ইউপি কংগ্রেসের একাংশ দলের মধ্যে ক্রমশ কোণঠাসা হচ্ছেন বলেও কেউ কেউ মুখ খুলেছে। এই সব নিয়েই দলের সভানেত্রীর কাছে দলের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে নালিশ করতে চলেছেন দলেরই একাংশ।