নয়াদিল্লি: আজ মন কি বাতে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও স্বাধীনতা সংগ্রামী বীর সাভারকরের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করলেন নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, ‘১৮৫৭ সালের মে মাসেই ভারতীয়রা তাঁদের শক্তি দেখিয়ে দিয়েছিলেন ব্রিটিশদের। দেশের বিভিন্ন প্রান্তে আমাদের জওয়ান ও কৃষকরা সাহসিকতার পরিচয় দিয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান। দুর্ভাগ্যজনকভাবে আমরা ১৮৫৭ সালের সেই ঘটনাকে বিদ্রোহ বা অভ্যুত্থান হিসেবে আখ্যা দিতাম। বীর সাভারকরই প্রথমবার দৃঢ়ভাবে লেখেন, ১৮৫৭ সালে যা হয়েছিল সেটা বিদ্রোহ ছিল না। সেটা স্বাধীনতার জন্য প্রথম লড়াই ছিল। বীর সাভারকর শাস্ত্র ও শস্ত্র দু’য়েরই পুজো করতেন। তিনি সাহসিকতা ও ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য পরিচিত। তবে এর বাইরে তিনি কবি ও সমাজ সংস্কারকও ছিলেন। তিনি সবসময় ঐক্য ও মঙ্গলের কথা বলতেন।’
এছাড়া আজ ফিটনেস সচেতনতা, পিট্টু ও ডাংগুলির মতো চিরাচরিত খেলাগুলির প্রচার এবং পরিচ্ছন্ন ও সবুজ ভারতের বিষয়েও কথা বলেছেন প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন, ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির ফিটনেস চ্যালেঞ্জ গ্রহণ করে খুশি। নাগরিকদের প্লাস্টিক দূষণের বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন মোদী। তিনি স্কুলে খেলার উপরেও জোর দিতে বলেছেন।
মন কি বাত: নেহরু, সাভারকরের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন মোদীর
Web Desk, ABP Ananda
Updated at:
27 May 2018 02:35 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -