নয়াদিল্লি: দিল্লি বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফার্স্ট ক্লাসের যাত্রীদের জন্য নির্দিষ্ট লাউঞ্জে দেওয়া খাবারে আরশোলা থাকার অভিযোগ উঠল। এক যাত্রী ট্যুইটারে এই অভিযোগ করেন। এরপরেই ক্ষমা চেয়ে নিয়েছে এয়ার ইন্ডিয়া।



যে যাত্রী খাবারে আরশোলা থাকার অভিযোগ করেছেন, তাঁর নাম হরিন্দর বাবেজা। তিনি পেশায় সাংবাদিক। ট্যুইটারে আরশোলাযুক্ত খাবারের ছবি দিয়ে এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন হরিন্দর। এরপরেই তাঁর কাছে ক্ষমা চেয়ে নেয় এয়ার ইন্ডিয়া। জানা গিয়েছে, এয়ার ইন্ডিয়ার সহায়ক সংস্থা হোটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া ওই খাবার সরবরাহ করেছিল। এই ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া।