নয়াদিল্লি: শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) তাপমাত্রা এবার নির্দিষ্ট হতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াসে। গ্রাহকদের খরচ এবং বিদ্যুৎ বাঁচানোর লক্ষ্যে এমনই উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই এসি প্রস্তুতকারী সংস্থাগুলির সঙ্গে বৈঠক করেছেন বিদ্যুৎমন্ত্রী আর কে সিংহ। তিনি এক বিবৃতিতে জানিয়েছেন, ‘সাধারণভাবে মানুষের দেহের তাপমাত্রা থাকে ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তবে অধিকাংশ হোটল, অফিস ও বাণিজ্যিক কেন্দ্রগুলিতে তাপমাত্রা রাখা হয় ১৮ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এটা অত্যন্ত অস্বাস্থ্যকর। এর ফলে শরীরের ক্ষতি হয়। জাপান সহ কয়েকটি দেশে উপযুক্ত তাপমাত্রা বজায় রাখার ব্যবস্থা করা হয়েছে। ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এক রিপোর্টে জানিয়েছে, এসি-র নির্দিষ্ট তাপমাত্রা থাকা উচিত ২৪ ডিগ্রি সেলসিয়াস।’

বিদ্যুৎ মন্ত্রক সূত্রে খবর, ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সির রিপোর্ট অনুযায়ী, দেশের বিভিন্ন জায়গায় এখন প্রায় ৮ কোটি এসি লাগানো আছে। ২০৩০ সালের মধ্যে এসি-র সংখ্যা বেড়ে ২৫ কোটি হবে বলে মনে করা হচ্ছে। সেই কারণেই তাপমাত্রা নির্দিষ্ট করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে প্রতিদিন ৪ কোটি ইউনিট বিদ্যুৎ বাঁচানো যাবে।