নয়াদিল্লি: দেশের বিভিন্ন স্কুলের ক্যাম্পাসে সাম্প্রতিককালে একাধিক অপরাধমূলক ঘটনা ঘটে যাওয়ায় বিশেষ প্রস্তাব পেশ করল দিল্লি সরকার।


দিল্লি সরকারের একটি উচ্চ-পর্যায়ের কমিটির পেশ করা প্রস্তাবে বলা হয়েছে, যে সব বাস ও ভ্যানে করে পড়ুয়াদের ফেরি করা হয়, সেগুলির ওপর নজর রাখুক প্রতিষ্ঠানগুলি। জানা গিয়েছে, খুব শীঘ্রই এই প্রস্তাবকে দিল্লি স্কুল ক্যাব রুলস, ২০১৭-তে অন্তর্ভুক্ত করা হবে। চলতি বছরের শেষ নাগাদ তা কার্যকর হবে।


এক আধিকারিক বলেন, প্রস্তাব অনুযায়ী আইনে সংশোধনী এনে নতুন আইন বলবৎ করবে রাজ্যের পরিবহণ দফতর। সেখানে সর্বাধিক আসন সংখ্যা, (বাস ও ভ্যান)কর্মীদের পরিচয় যাচাই, পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে স্কুল কর্তৃপক্ষের দায়িত্ব সম্পর্কিত বিভিন্ন ধারা অন্তর্ভুক্ত করা হবে।


জানা গিয়েছে, এই উচ্চ-পর্যায়ের কমিটির নেতৃত্বে থাকবেন দিল্লি সরকারের শিক্ষা ডিরেক্টরেটের অধিকর্তা। এছাড়া কমিটিতে থাকবেন বিভিন্ন স্কুলের প্রিন্সিপাল, শীর্ষ পুলিশ আধিকারিক ও অন্যান্য স্বত্ত্বাধিকারীরা। দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া জানান, একমাসের মধ্যে কমিটি তার সুপারিশ পেশ করবে।


সম্প্রতি, দিল্লির সাহধারায় স্কুলের মধ্যেই পাঁচ বছরের কন্যাকে ধর্ষণ করার অভিযোগ ওঠে। অন্যদিকে, গুরুগ্রামের রায়ান ইন্টারন্যাশনাল স্কুলে সাত বছরের বালককে হত্যা করা হয় স্কুলের শৌচাগারে।


ধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসার পরই, সবকটি স্কুলে সিসিটিভি ক্যামেরা বসানোর পাশাপাশি, তিন সপ্তাহের মধ্যে সকল অশিক্ষক কর্মীর পরিচয় যাচাই করার নির্দেশ দেন সিসোদিয়া।


দিল্লির পরিবহণ দফতরের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে বিভিন্ন স্কুলে পড়ুয়াদের ফেরি করার জন্য ১০ হাজারের বেশি বাস ও ভ্যান নথিভুক্ত রয়েছে।