নয়াদিল্লি: আগামী রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীরা যদি সর্বসম্মত প্রার্থী বাছতে সক্ষম না হয়, সেক্ষেত্রে যোগ্য প্রার্থী নির্ধারণ করতে একটি ছোট্ট কমিটি গঠন করা হতে পারে। এমনটাই জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।


শুক্রবার, কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীর আমন্ত্রণে পার্লামেন্ট হাউস লাইব্রেরিতে মিলিত হয়েছিল বিরোধী দলগুলি। সেখানে মধ্যাহ্নভোজনের ফাঁকে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের কথা মাথায় রেখে দীর্ঘ আলোচনা হয়।


এদিনের বৈঠকে তৃণমূলনেত্রী ছাড়াও অংশ নিয়েছিল সিপিএম, আরজেডি, এসপি, বিএসপি-র মতো দলের নেতা-নেত্রীরা। জানা গিয়েছে, আলোচনায় কোনও নাম চূড়ান্ত হয়নি।


শুক্রবারই কেন্দ্রে তিন বছর পূর্ণ করেছে মোদী সরকার। সূত্রের খবর, বিরোধী দলগুলি এদিনই কেন্দ্রের তীব্র সমালোচনা করে। বৈঠকে উপস্থিত হওয়া রাষ্ট্রীয় জনতা দল সুপ্রিমো তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব সরকারের বিরুদ্ধে সোচ্চার হন।


তিনি অভিযোগ করেন, এই তিন বছরে সরকার সবক্ষেত্রেই ব্যর্থ হয়েছে। লালুর আরও দাবি, মোদী সরকারের একটাই সাফল্য। তা হল, স্বাধীনতার পর এই প্রথম কাশ্মীরে পাকিস্তানের পতাকা উড়তে দেখা গিয়েছে।


বৈঠকের পর বেরিয়ে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বলেন, বিরোধীরা যদি সর্বসম্মত প্রার্থী বাছতে সক্ষম না হয়, সেক্ষেত্রে যোগ্য প্রার্থী নির্ধারণ করতে একটি ছোট্ট কমিটি গঠন করা হতে পারে। পাশাপাশি মোদী সরকারের ৩ বছরের কড়া সমালোচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।


তিনি বলেন, সব দলই কাশ্মীরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, যেখানে সাধারণ নাগরিকের সঙ্গে নিরাপত্তাবাহিনীর সংঘর্ষ হয়ে চলেছে। একইসঙ্গে, উত্তরপ্রদেশের সারারণপুর জেলার কথাও উল্লেথ করেন তিনি। বলেন, সেখানেও গত এপ্রিল মাস থেকে হিংসা চলছে।