কোলার: প্রবল কর্মীবিক্ষোভ, কারখানায় অগ্নিসংযোগের পর এবার লুট। কর্ণাটকের নারাসপুরার কোলার জেলায় আই ফোনের কারখানা থেকে লুট হয়ে গেল ৪৪০ কোটি টাকার আইফোন। যে দাবি জানিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে সংস্থা। তারা অভিযোগ জানিয়েছে রাজ্যের শ্রম মন্ত্রকেও।


গত চার মাস ধরে বেতন না পেয়ে বিক্ষোভ দেখানো কর্মচারীরা শনিবার কারখানায় ভাঙচুর চালান। সংবাদ সংস্থারা জানিয়েছে, কারখানার একাধিক জায়গায় কাচ ভেঙে দেওয়া হয়। ভাঙচুর করা হয় একাধিক গাড়ি, কম্পিউটার, ল্যাপটপ। একের পর এক ইঁট উড়ে এসেছিল কারখানা লক্ষ্য করে। ধরিয়ে দেওয়া হয়েছিল আগুনও। ভাঙচুর পর্বের মাঝেই কারখানা থেকে হাজার হাজার আইফোন লুট হয়ে যায় বলে অভিযোগ সংস্থার।

কোলার জেলার পুলিশ সুপার এসপি কার্তিক জানিয়েছেন, ‘সকাল সাড়ে ছটা নাগাদ কারখানায় ভাঙচুর চালিয়েছিলেন কর্মচারীরা। প্রচুর সম্পত্তি নষ্ট হয়েছে। গোটা ঘটনার তদন্ত করা হচ্ছে। দুই শিফটে মোট ৮ হাজার কর্মচারী কাজ করেন ওখানে। ঘটনাস্থলে পৌঁছে ওদিন ক্ষিপ্ত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করতে হয়েছিল। কে বা কারা কর্মীদের খেপিয়ে তোলে ও যার জেরে এই ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে।’

গোটা ঘটনার নিন্দা করেছে কর্ণাটক সরকার। রাজ্যের উপ মুখ্যমন্ত্রী সিএন আস্থানারায়ণ বলেন, পুলিশ নিজেদের কাজ করছে। দৌষীদের খুঁজে বের করে যোগ্য শাস্তি দেওয়া হবে। আইন নিজেদের হাতে তুলে নিয়ে এরকম আচরণ করার অধিকার কারোর নেই।