নয়াদিল্লি: উন্নাও ও কাঠুয়াকাণ্ডকে সাম্প্রদায়িক রং চড়াচ্ছে কংগ্রেস। অভিযোগ বিজেপি নেত্রী মীনাক্ষি লেখির। তাঁর দাবি, তদন্ত প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কোনও মন্তব্য করা উচিত নয়। তিনি বলেন, এভাবে প্রতিবাদ করা ঠিক নয়। তদন্ত যখন চলছে, তখন কোনও মন্তব্য অনভিপ্রেত। তিনি যোগ করেন, কাঠুয়াকাণ্ডে পূর্ণাঙ্গ তদন্ত করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ। অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে।
কাঠুয়া ও উন্নাওকাণ্ডের প্রতিবাদে ইন্ডিয়া গেটে মোমবাতি মিছিল করেন রাহুল গাঁধী। লেখির দাবি, ১৯৮৪ সালের সাম্প্রদায়িক সংঘর্ষের সময়ও মহিলাদের বিরুদ্ধে একাধিক অপরাধ ঘটেছিল। সেই সময় কেউ প্রতিবাদ করেনি। কেউ মোমবাতি মিছিল করেনি। বেছে বেছে ঘটনা নিয়ে প্রতিবাদ বন্ধ করার সময় এসেছে বলে মনে করেন লেখি। তাঁর অভিযোগ, বিরোধীরা এই দুই ঘটনা নিয়ে রাজনীতি করছে।