দাউদের স্ত্রী ভারতে আসা সত্ত্বেও তাঁকে গ্রেফতার করতে না পারাকে মহারাষ্ট্র ও কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা ব্যর্থতা বলে দাবি করেছেন সুরজেওয়ালা। এ বিষয়ে তিনি বলেছেন, ‘একজন দাগি সন্ত্রাসবাদীর স্ত্রী ভারতে এসে সহজেই ফিরে গেলেন। তাঁকে আটক বা জেরা করা হল না। এটা জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে ব্যর্থতা। কংগ্রেসের দাবি, এ বিষয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দিন।’ মাসুদ আজহার, মুস্তাক আহমেদ জারগার ও আহমেদ ওমর সইদ শেখের মতো জঙ্গিদের ছেড়ে দিয়ে বিজেপি জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে আপস করেছে বলেও অভিযোগ করেছেন সুরজেওয়ালা।
অপর এক কংগ্রেস নেতা রাজীব শুক্লও দাউদের স্ত্রীর মুম্বইয়ে আসা নিয়ে কেন্দ্রীয় ও মহারাষ্ট্র সরকারের কাছ থেকে জবাব চেয়েছেন। তিনি বলেছেন, দেশ যখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে, তখন একজন সন্ত্রাসবাদীর স্ত্রীর ভারতে এসে সবার অলক্ষে ১৪ দিন কাটিয়ে ফিরে যাওয়া গুরুতর বিষয়। এ বিষয়ে মুম্বই পুলিশ, মহারাষ্ট্র সরকার ও কেন্দ্রীয় সরকারের জবাব দেওয়া উচিত।