নয়াদিল্লি: গত বছর দাউদ ইব্রাহিমের স্ত্রী মেহজাবিন শেখ মুম্বইয়ে আসা সত্ত্বেও কেন তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হল না, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের কাছ থেকে তার জবাব চাইল কংগ্রেস। কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করে কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা বলেছেন, ‘২০১৬ সালে দাউদের স্ত্রী মুম্বইয়ে তাঁর বাবার সঙ্গে দেখা করতে এসেছিলেন। সেই সময় মোদী সরকার ও নিরাপত্তা সংস্থাগুলি ঘুমোচ্ছিল। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ঠানে পুলিশ যে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে, সে বিষয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর জবাব দেওয়া উচিত।’
দাউদের স্ত্রী ভারতে আসা সত্ত্বেও তাঁকে গ্রেফতার করতে না পারাকে মহারাষ্ট্র ও কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা ব্যর্থতা বলে দাবি করেছেন সুরজেওয়ালা। এ বিষয়ে তিনি বলেছেন, ‘একজন দাগি সন্ত্রাসবাদীর স্ত্রী ভারতে এসে সহজেই ফিরে গেলেন। তাঁকে আটক বা জেরা করা হল না। এটা জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে ব্যর্থতা। কংগ্রেসের দাবি, এ বিষয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দিন।’ মাসুদ আজহার, মুস্তাক আহমেদ জারগার ও আহমেদ ওমর সইদ শেখের মতো জঙ্গিদের ছেড়ে দিয়ে বিজেপি জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে আপস করেছে বলেও অভিযোগ করেছেন সুরজেওয়ালা।
অপর এক কংগ্রেস নেতা রাজীব শুক্লও দাউদের স্ত্রীর মুম্বইয়ে আসা নিয়ে কেন্দ্রীয় ও মহারাষ্ট্র সরকারের কাছ থেকে জবাব চেয়েছেন। তিনি বলেছেন, দেশ যখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে, তখন একজন সন্ত্রাসবাদীর স্ত্রীর ভারতে এসে সবার অলক্ষে ১৪ দিন কাটিয়ে ফিরে যাওয়া গুরুতর বিষয়। এ বিষয়ে মুম্বই পুলিশ, মহারাষ্ট্র সরকার ও কেন্দ্রীয় সরকারের জবাব দেওয়া উচিত।
দাউদের স্ত্রীর মুম্বই ভ্রমণ নিয়ে মোদী, রাজনাথ জবাব দিন, দাবি কংগ্রেসের
Web Desk, ABP Ananda
Updated at:
23 Sep 2017 07:56 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -