ভোপাল: মধ্যপ্রদেশের দুটি বিধানসভা কেন্দ্রে আগামী সপ্তাহে উপনির্বাচন। তার আগে কংগ্রেস ফের দাবি করল, ইভিএম হঠিয়ে ব্যালট পেপারের জমানা ফিরিয়ে আনতে হবে। আজই দিল্লিতে এই দাবি করেছে আম আদমি পার্টিও।


কংগ্রেসের অভিযোগ, উপনির্বাচনের আগে ইভিএম পরীক্ষার সময় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সালীনা সিংহ সমাজবাদী পার্টির বোতাম টেপেন। কিন্তু রসিদ বেরিয়ে আসে বিজেপির পদ্মফুলের ছবি সহ। তাদের দাবি, এর ফলে পরিষ্কার বোঝা যাচ্ছে, ইভিএমে গন্ডগোল করা যায়। অতএব ইভিএম উঠিয়ে দিয়ে পুরনো ব্যালট পেপার ফিরিয়ে আনতে হবে।

সালীনা সিংহ অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, মেশিনটি পুরোপুরি কর্মক্ষম ছিল না, তাই গন্ডগোল ঘটেছে। যদি মেশিন সম্পূর্ণ ঠিকঠাক থাকে, তাহলে এমনটা ঘটে না। সাংবাদিকরা পুরো বিষয়টি না বুঝেই গোটা বিষয়ের ভুল ব্যাখ্যা করেছেন বলে অভিযোগ করেছেন তিনি।

নির্বাচন কমিশন জানিয়েছে, বিষয়টির তদন্তের নির্দেশ দিয়েছে তারা। জেলা নির্বাচনী আধিকারিকের কাছ থেকে বিশদ রিপোর্ট চাওয়া হয়েছে।

এ ব্যাপারে একটি ভিডিও-ও সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। তাতে দেখা যাচ্ছে, ইভিএমে এক দলের বোতাম টেপা হলেও অন্য দলের প্রতীকের ছবি বার হওয়ায় নির্বাচনী আধিকারিক দৃশ্যতই বিস্মিত। হেসে ফেলে তিনি সাংবাদিকদের সাবধান করছেন, এ ব্যাপারে জানাজানি হলে পুলিশ ধরে নিয়ে যাবে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করা যায়নি।