নয়াদিল্লি: নোটবন্দি ইস্যুতে ফের বিজেপি, তাদের সভাপতি অমিত শাহকে আক্রমণ কংগ্রেসের। নরেন্দ্র মোদীর নোট বাতিলের সিদ্ধান্তকে সবচেয়ে বড় কেলেঙ্কারি বলল তারা। কংগ্রেস নেতা রণদীপ সিংহ সুরজেওয়ালার অভিযোগ, মোদীর বিমুদ্রাকরণের নির্দেশ কালো টাকা নির্মূল করার বদলে তাকে সাদা করতে সাহায্য করেছে। বিপুল পরিমাণ কালো টাকা সাদা করেছেন বিজেপি নেতারা।

সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, বাতিল নোটের অবৈধ লেনদেন ঠেকানোর অজুহাত দেখিয়ে নোট বাতিলের ঘোষণার ৫ দিন বাদে বলা হয়েছিল, সমবায় ব্যাঙ্কগুলি আর বেআইনি ঘোষিত ৫০০, ১০০০ টাকার নোট গ্রহণ করতে পারবে না। কিন্তু ততদিনে বিজেপি নেতাদের পরিচালিত একাধিক সমবায় ব্যাঙ্ক বাতিল নোট জমা নিয়ে ফেলেছে।

সুরজেওয়ালা দাবি করেন, বিজেপি নেতাদের পরিচালিত গুজরাতের ১১টি জেলা সমবায় ব্যাঙ্কে বিমুদ্রাকরণের ঘোষণার পর মাত্র পাঁচদিনে ১৪ হাজার ৩০০ কোটি টাকা জমা পড়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নোট বাতিলের ঘোষণার পর মাত্র ৫ দিনে আমদাবাদ জেলা সমবায় ব্যাঙ্কে ৭৪৫.৩৯ কোটি টাকা মূল্যের বাতিল নোট জমা পড়ে। ঘটনাচক্রে ওই ব্যাঙ্কের ডিরেক্টর অমিত শাহ। রাজকোট জেলা সমবায় ব্যাঙ্কে ৬৩৯.১৯ কোটি টাকা অর্থমূল্যের বাতিল নোট জমা পড়ে। ওই সংস্থার চেয়ারম্যান গুজরাত সরকারের ক্যাবিনেট মন্ত্রী বিঠলভাই রাডিয়া।




বিজেপি সভাপতিকে ট্যুইটে বিদ্রূপ করে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী লিখেছেন, আমদাবাদ জেলা সমবায় ব্যাঙ্ক সভাপতি অমিত শাহজি, আপনার ব্যাঙ্ক পুরানো নোট নতুনে বদলে ফেলায় প্রথম হওয়ায় অভিনন্দন জানাই। ৫ দিনে ৭৫০ কোটি! কোটি কোটি ভারতবাসীর জীবন ধ্বংস হয়েছে বিমুদ্রাকরণে। তারা আপনার এই সাফল্যকে স্যালুট করছে।