নয়াদিল্লি: নির্বাচনী আদর্শ আচরণবিধি নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে দ্বিচারিতা করার অভিযোগ আনল কংগ্রেস। গুজরাতে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণের আগের দিন সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ায় কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিলেও, প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সভাপতির বিরুদ্ধে একই কারণে ব্যবস্থা নেওয়া হয়নি। এটা কি দ্বিচারিতা নয়? ট্যুইটারে প্রশ্ন করেছেন কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা। তিনি আরও অভিযোগ করেছেন, সংবাদমাধ্যমের কন্ঠরোধ করার জন্যই এই পদক্ষেপ। ২০১৪ সালের লোকসভা নির্বাচনের সময় ভোটের দিন মোদী বিজেপি-র প্রতীক দেখিয়েছিলেন, কিন্তু নির্বাচন কমিশন কোনও ব্যবস্থা নেয়নি। গুজরাতে ভোটগ্রহণের প্রথম দফার আগের দিন বিজেপি সাংবাদিক বৈঠক করেছিল। এই দ্বিচারিতা চলবে না। প্রধানমন্ত্রী মোদী ও অন্য বিজেপি নেতাদের বিরুদ্ধে আগে এফআইআর করা উচিত।
কংগ্রেস নেতা অশোক গেহলটও অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী, বিজেপি সভাপতি অমিত শাহ, অর্থমন্ত্রী অরুণ জেটলি ও রেলমন্ত্রী পীযূষ গয়ালও আদর্শ নির্বাচনী বিধি ভঙ্গ করেছেন। প্রধানমন্ত্রী বণিকসভা ফিকি-র মঞ্চের অপব্যবহার করে কংগ্রেসকে আক্রমণ করেছেন। নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব করা উচিত নয়।
বিজেপি-র বিরুদ্ধেও আদর্শ আচরণবিধি ভাঙার অভিযোগ, কমিশন পক্ষপাতদুষ্ট, তোপ কংগ্রেসের
Web Desk, ABP Ananda
Updated at:
14 Dec 2017 12:30 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -