রাজস্থানে স্থানীয় পঞ্চায়েত, পুরভোটে বিজেপিকে টেক্কা দিল কংগ্রেস, বিধানসভা নির্বাচনেও একই ফল হবে, দাবি সচিন পাইলটের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Mar 2018 08:52 PM (IST)
জয়পুর: রাজস্থানে স্থানীয় পঞ্চায়েত ভোটে দারুণ ফল কংগ্রেসের। ৬টি জেলা পরিষদ আসনের চারটি পেয়েছে তারা। ২০টি পঞ্চায়েত সমিতির মধ্যে ১২টি, ৬টি পুরসভা আসনের চারটি জিতে নিয়েছে কংগ্রেস। কয়েকদিন আগে উপনির্বাচন হয় আসনগুলিতে।
রাজ্যের দুটি লোকসভা কেন্দ্র ও একটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে নজরকাড়া সাফল্যের পরপরই পঞ্চায়েত ভোটে বিজেপিকে টেক্কা দিল কংগ্রেস।
ক্ষমতাসীন বসুন্ধরা রাজের বিজেপি মাত্র ১টি জেলা পরিষদ আসন পেয়েছে। আটটি পঞ্চায়েত সমিতি আসন, দুটি পুরসভা আসনে জয়ী হয়েছে। নির্দল প্রার্থীরা একটি জেলা পরিষদ, একটি পঞ্চায়েত সমিতি দখল করেছে।
এদিনের ফলাফলে রাজস্থান প্রদেশ কংগ্রেসের সভাপতি সচিন পাইলটের দাবি, বিজেপির রাজ্য থেকে বিদায় নেওয়া নিশ্চিত, এই ইঙ্গিত দিচ্ছে এই ফল। তিনি বলেন, দলের কর্মীদের আরেকটি সাফল্য এটা। গত ৪ বছরে বিজেপি জনবিরোধী নীতির মাধ্যমে রাজ্যবাসীর ওপর চরম নির্যাতন চালিয়েছে।
গত চার বছরে হয়ে যাওয়া সব নির্বাচনে কংগ্রেসের ভোটের শতকরা হার বেড়েছে, আর বিজেপি একের পর এক হারের মুখ দেখেছে বলেও মন্তব্য করেন তিনি।
পাইলটের দাবি, চলতি বছরের শেষে বিধানসভা ভোট হতে চলেছে, সেখানেও একই ধরনের ফল দেখা যাবে। তিনি বলেন, মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সংসদীয় ও বিধানসভা উপনির্বাচনে পরাজয় স্বীকার করে এটা দলীয় কর্মীদের সাবধান হওয়ার সময় বলে জানিয়েছেন। আর পঞ্চায়েত ও স্থানীয় প্রশাসনিক নির্বাচনের আজকের এই ফল ইঙ্গিত দিয়ে রাখল, রাজ্য থেকে বিজেপির বিদায় হচ্ছেই।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -