ভূবনেশ্বর: ওড়িশায় কংগ্রেসের ডাকা ১২ ঘণ্টার বনধের জেরে ব্যাপক প্রভাব ট্রেন চলাচলে। দক্ষিণ ভারত থেকে ওড়িশা হয়ে হাওড়ায় আসা বহু ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে পড়েছে। আবার হাওড়া থেকে যাওয়া কয়েকটি ট্রেনও বিভিন্ন স্টেশনে আটকে পড়েছে বলে খবর।

রেল সূত্রে জানা গেছে, হাওড়া আসার পথে ডাউন করমণ্ডল এক্সপ্রেস, ডাউন ভূবনেশ্বর জন শতাব্দী এক্সপ্রেস আটকে আছে। আবার হাওড়া থেকে ছেড়ে যাওয়া ফলকনুমা ও ধৌলি এক্সপ্রেসও দাঁড়িয়ে রয়েছে।

ছত্তিশগড়ে মহানন্দা নদীর উপর বাধ তৈরি করলে ওড়িশার ব্যাপক ক্ষতি হবে এই দাবি তুলে আজ ১২ ঘণ্টার ওড়িশা বনধের ডাক দিয়েছে কংগ্রেস। বিভিন্ন স্টেশনে অবরোধ শুরু হওয়ায় আটকে পড়েছে ট্রেন।