নয়াদিল্লি: জিডিপি বৃদ্ধির হার কমে ৫.৭ শতাংশ হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 'অকাজের' বলে কটাক্ষ করে দেশের অর্থনীতির ওপর শ্বেতপত্র প্রকাশের দাবি জানাল কংগ্রেস। মোদীকে 'প্রচারশাস্ত্রী'ও বলেন কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা আনন্দ শর্মা, যার অর্থ প্রধানমন্ত্রী 'পাকা প্রচারবিদ'!


বর্তমান কেন্দ্রীয় সরকারকে 'নিকম্মি' (অপদার্থ) তকমা দিয়ে তিনি গত দশ বছরের জিডিপি সংক্রান্ত তথ্য প্রকাশের দাবিও জানান।

জিডিপি বৃদ্ধির হার অনেকটা হ্রাস পেতে চলেছে বলে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ আগেই মোদী, অর্থমন্ত্রী অরুণ জেটলিকে সাবধান করে দিয়েছিলেন, প্রকাশিত তথ্যেও সেটাই পরিষ্কার বলেও জানান শর্মা।

বলেন, দুজনেই অবশ্য তা কানে তোলেননি। মোদী মনমোহন সিংহের মতো নামী অর্থনীতিবিদের বয়স, অভিজ্ঞতাকে সম্মান জানানোর ভদ্রতা, সৌজন্যটুকুও দেখাননি। মনমোহনই সঠিক প্রমাণিত হয়েছেন। গত ৬টি ত্রৈমাসিক জুড়ে জিডিপি হার কমছে। অন্যদিকে বর্তমান প্রধানমন্ত্রী ভাবলেন, অর্থনীতিটা তিনি বেশি ভাল বোঝেন, তাঁর জ্ঞান বেশি। তিনি লাগাতার প্রচার করে গেলেন, ভারত দ্রুত গতিতে এগচ্ছে। শর্মার প্রশ্ন, এটাকেই কি উনি উন্নয়ন বলেন।

মোদীর বিরুদ্ধে জনগণকে বিভ্রান্ত করার অভিযোগ তুলে অর্থনীতির হাল ফেরানোর কোনও চিন্তাভাবনা বা রোডম্যাপ তাঁর কাছে নেই বলেও মন্তব্য করেন শর্মা।

কংগ্রেস মুখপাত্রটি শর্মা বলেন, জিডিপি লাগাতার নিম্নগামী। এখন যে প্রচণ্ড হ্রাস দেখা যাচ্ছে, সেটা কিন্তু ৫.৭ শতাংশ নয়। পুরানো পদ্ধতি অনুযায়ী আসলে জিডিপি বৃদ্ধির হার হবে ৪.৩ থেকে ৪.৪ শতাংশ। জিডিপি বৃদ্ধির হার কমা ভারতের অর্থনীতিতে বিরাট ধাক্কা। সেজন্যই আমরা গত ১০ বছরের জিডিপি-র তথ্য প্রকাশের দাবি করছি। ভারতের অর্থনীতির ওপর শ্বেতপত্রও বের করা হোক।