রাজকোট: গুজরাতের ভোটে জয়ের ব্যাপারে বিজেপি খুবই আত্মবিশ্বাসী। সরকারের কাজের ভিত্তিতে আমরা বিরাট জয় পাব। এখানে দলীয় প্রার্থীদের হয়ে দরজায় দরজায় প্রচারে গিয়ে বললেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। কংগ্রেসকে 'জনবিরোধী' আখ্যা দেন তিনি।
জাভড়েকরের দাবি, গুজরাতে বিজেপি সরকার যে জরুরি কাজটি করেছে, তা হল, শুকিয়ে যাওয়া সৌরাষ্ট্র, কচ্ছ এলাকায় নর্মদার জল পৌঁছে দেওয়া। এটা বেনজির ব্যাপার। কংগ্রেস সবসময় নর্মদা প্রকল্পের কাজ বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছে। ওরা জনবিরোধী। সেজন্যই মানুষ বিজেপি সরকারের সঙ্গে রয়েছে, যারা এলাকায় জলের বন্দোবস্ত করেছে।
এই প্রকল্পে নর্মদা থেকে সৌরাষ্ট্র, কচ্ছের ১০ হাজার গ্রাম, ১৭৩টি শহর, নগরে পানীয় জল সরবরাহ করা হচ্ছে বলে জানান তিনি। নর্মদার জল এই অঞ্চলে নিয়ে আসা কম কৃতিত্বের ব্যাপার নয় বলে মন্তব্য করেন জাভড়েকর।
তাঁর এও দাবি, গুজরাত সবসময়ই সব সরকারি সমীক্ষায় এক নম্বরে এসেছে। শিল্প উত্পাদনে গুজরাত প্রথম। গুজরাত ২৪ ঘন্টা বিদ্যুত্ সরবরাহ করছে, বিজেপি আমলে ফল, শাকসব্জি, তুলো সহ কৃষিপণ্য উত্পাদন বেড়েছে বলেও জানান তিনি।
উত্তর গুজরাতে ভোটপ্রচারে ব্যস্ত কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধীকেও প্রচ্ছন্ন বিদ্রুপ করে তিনি বলেন, ওরা বাসে চেপে ঘুরছে, আর আমরা রয়েছি গুজরাতি জনতার হৃদয়ে।
গতকাল জিএসটি কাউন্সিলের ১৭৮টি পণ্যের ওপর কর হার হ্রাসের পদক্ষেপ মানুষ খুশি মনে স্বাগত জানিয়েছে বলেও অভিমত জানান জাভড়েকর।
নর্মদা প্রকল্প বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছে, কংগ্রেস জনবিরোধী, সরকারের কাজের জোরেই জিতবে বিজেপি, দাবি জাভড়েকরের
Web Desk, ABP Ananda
Updated at:
11 Nov 2017 07:59 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -