নয়াদিল্লি: অযোধ্যায় রামমন্দির নির্মাণে ১ লক্ষ ১১ হাজার ১১১ টাকা ডোনেশন দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইপি) কে নিয়ে অনুযোগ করলেন দিগ্বিজয় সিংহ।
ইতিমধ্যেই মন্দির তৈরির তহবিলে ৫ লক্ষ টাকা ডোনেশন দিয়েছেন খোদ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। দিগ্বিজয়ই প্রথম কংগ্রেস নেতা যিনি মন্দির নির্মাণের পিছনে অর্থদান করলেন। যদিও তিনি প্রধানমন্ত্রীকেই সরাসরি চেক পাঠিয়েছেন। তাঁর বক্তব্য, কোথায় চেক পাঠাবেন, তা জানা ছিল না তাঁর।
শুধু চেকই পাঠাননি এই প্রবীণ কংগ্রেস নেতা, সঙ্গে দিয়েছেন একটি চিঠিও, যাতে প্রশ্ন তোলা হয়েছে রামমন্দির নির্মাণ ট্রাস্টে ‘সনাতন ধর্মের প্রধান শঙ্করাচার্যদের অনুপস্থিতি’ নিয়ে। তাঁদের কেন বাদ রাখা হল, জানতে চেয়েছেন তিনি।
দিগ্বিজয় লিখেছেন, আমরা সকলেই অযোধ্যায় রামমন্দিরের ইস্যুতে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছি, কিন্তু ট্রাস্টে সনাতন ধর্মের কোনও প্রধান শঙ্করাচার্যকে না রাখায় আপত্তি আছে আমার। আমার যেহেতু জানা নেই, কোথায় ডোনেশন পাঠাতে হবে, কোন অ্যাকাউন্টে ফেলতে হবে, তাই আমি ১,১১,১১১ টাকার একটা চেক চিঠির সঙ্গে পাঠালাম। আশা রাখি, আপনি সংশ্লিষ্ট অ্য়াকাউন্টে তা পাঠিয়ে দেবেন।
চিঠিতে দিগ্বিজয় এ-ও বলেছেন, ভিএইচপি মন্দির তৈরির জন্য় অর্থ চেয়ে ৪৪ দিনের অভিযান চালিয়েছিল, কিন্তু বেশ কিছু অচেনা লোকজন তাতে সামিল থাকতে দেখা যায়, যাদের মধ্যে লাঠি, তরবারি হাতেও ছিল কেউ কেউ।
দিগ্বিজয়ের দাবি, রামমন্দির নির্মাণে এর আগেও তহবিল সংগ্রহ অভিযান চালিয়েছে ভিএইচপি। প্রধানমন্ত্রী যাতে তার টাকাপয়সার হিসাব জনসমক্ষে প্রকাশ করতে তাদের বাধ্য করেন, সেই আবেদনও করেছেন তিনি।
সম্প্রতি মধ্য়প্রদেশে কোথাও কোথাও অর্থ সংগ্রহ অভিযান চলার সময় একটি বিশেষ ধর্মের বিরুদ্ধে উসকানিমূলক স্লোগান দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে দিগ্বিজয়ের প্রশ্ন, একে কী করে ধর্মীয় কর্মসূচি বলা যায়!