নয়াদিল্লি: কমলনাথও ১৯৮৪-র শিখ-বিরোধী দাঙ্গায় জড়িত ছিলেন বলে দাবি করে কী করে তাঁকে মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নিল কংগ্রেস, প্রশ্ন তুলে অনির্দিষ্ট কাল অনশনে বসলেন দিল্লি বিজেপির নেতা তেজিন্দার পাল সিংহ বাগ্গা। সোমবারই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন বর্ষীয়াণ কমলনাথ। কংগ্রেস তাঁর বদলে অন্য কাউকে মুখ্যমন্ত্রী মনোনীত না করা পর্যন্ত তিনি অনশন চালিয়ে যাবেন বলে জানান বাগ্গা।
১৯৮৪-র ৩১ ডিসেম্বর তত্কালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধী দেহরক্ষীদের গুলিতে নিহত হওয়ার পর পাল্টা শিখ-বিরোধী দাঙ্গায় জড়িত থাকার দায়ে আজই দিল্লি হাইকোর্টে যাবজ্জীবন কারাবাস হয়েছে সেই সময়ের শীর্ষ কংগ্রেস নেতা সজ্জন কুমারের। আজ সেই হিংসায় কাঠগড়ায় ওঠা কমলনাথেরও সাজার দাবিতে বাগ্গা পশ্চিম দিল্লির তিলক নগরে অনশন কর্মসূচি শুরু করেন। সেই দাঙ্গায় ক্ষতি হয়েছিল সেখানকার বহু শিখ পরিবারের।
কমলনাথকে মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্তের তীব্র নিন্দা করে বাগ্গা বলেন, রাহুল গাঁধীর ওনাকে মুখ্যমন্ত্রী পদে বাছাইয়ের বিরুদ্ধে অনির্দিষ্ট কালের অনশনে বসলাম। দিল্লির শিখ-বিরোধী দাঙ্গায় যুক্ত ছিলেন তিনি।
দিল্লি বিধানসভার বিরোধী নেতা বিজেপির বিজেন্দর গুপ্তা কমলনাথকে মুখ্যমন্ত্রী করে শিখ ভাবাবেগে আঘাত করেছে বলে অভিযোগ করেন।
১৯৮৪-র শিখ-বিরোধী দাঙ্গা: কমলনাথকে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী করার বিরুদ্ধে অনির্দিষ্ট কালের অনশনে দিল্লি বিজেপির নেতা
Web Desk, ABP Ananda
Updated at:
17 Dec 2018 01:20 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -