নয়াদিল্লি: মধ্যপ্রদেশ কংগ্রেস শাখার সভাপতি কমল নাথের নেতৃত্বে এক প্রতিনিধিদল রাজধানীতে নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ করলেন, রাজ্যে ক্ষমতাসীন বিজেপি সরকার ভোটার তালিকায় ৬০ লক্ষ 'জাল ভোটারের' নাম তুলে নির্বাচনী বিধি ভেঙেছে। মধ্যপ্রদেশের ২৩০টি বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা থেকে ওই ভুয়ো ভোটারদের নাম বাদ দেওয়ার দাবি করেছে তারা।
পরে সাংবাদিকদের কমল নাথ বলেন, মধ্যপ্রদেশের ভোটার লিস্টে জালিয়াতির তথ্যপ্রমাণ নির্বাচন কমিশনকে দিয়েছি। তাতে ৬০ লক্ষ ভুয়ো ভোটারের নাম ঢোকানো হয়েছে। ১০০টি বিধানসভা কেন্দ্রে আমরা নিজেরা তদন্ত করেছি। একই নাম, ঠিকানা, বাবার নাম সহ ভোটার লিস্টে নাম উঠেছে একই ভোটারের। এটা তো নিছক ভুল নয়, একেবারে প্ল্যান মাফিক এ কাজ করেছে মধ্যপ্রদেশ সরকার।
কংগ্রেস নেতারা কমিশনকে বিশেষ মনিটরিং ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছেন যাতে সব একই নামের, এলাকাগত ভাবে একই এন্ট্রি লিস্ট থেকে বাদ দেওয়া যায়। কমিশন যাতে সব রাজনৈতিক দলকে প্রতি সপ্তাহে এ ধরনের নাম বাদ দেওয়ার ব্যাপারে অন্তত জেলাস্তরে অবহিত করে, সেই আবেদনও করেন তাঁরা।
এ ধরনের জালিয়াতিতে ভরা ভোটার তালিকা তৈরির ব্যাপারে যুক্ত রিটার্নিং অফিসারদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা চেয়েছেন কংগ্রেস নেতারা। তাঁদের দাবি, এমন অফিসারদের আগামীদিনে ভোটের কাজে নিয়োগ করা উচিত নয় কমিশনের।
মধ্যপ্রদেশ কংগ্রেসের আরেক নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, যে অফিসাররা দ্বিতীয় সংশোধিত ভোটার তালিকা বানাবেন, তাঁদেরও সঠিক লিস্টের সঙ্গে একটি হলফনামা বা সার্টিফিকেট পেশ করতে হবে।
কংগ্রেস নেতাদের দাবি, রাজ্যে জনসংখ্যা বেড়েছে ২৪ শতাংশ, তাহলে কী করে ভোটার সংখ্যা ৪০ শতাংশ বাড়তে পারে, তা বোধগম্য নয়। কমিশন এটাই খতিয়ে দেখুক।
ভোটার তালিকায় ৬০ লক্ষ 'জাল ভোটারের' নাম ঢুকিয়েছে মধ্যপ্রদেশের বিজেপি সরকার, নির্বাচন কমিশনে অভিযোগ কংগ্রেসের, বাদ দেওয়ার দাবি
Web Desk, ABP Ananda
Updated at:
03 Jun 2018 06:55 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -