নয়াদিল্লি ও ইসলামাবাদ: দুর্নীতির দায়ে ১০ বছরের কারাদণ্ডের সাজা পাওয়া নওয়াজ শরিফের সঙ্গে বন্ধুত্ব নিয়ে নরেন্দ্র মোদীকে একযোগে আক্রমণ করল কংগ্রেস ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ। আজ কংগ্রেসের পক্ষ থেকে ট্যুইট করে বলা হয়েছে, ‘দুর্নীতির দায়ে নওয়াজ শরিফকে গ্রেফতার করা হয়েছে। আমরা জানতে চাই, তাঁর প্রিয় বন্ধু প্রধানমন্ত্রী মোদীর এ বিষয়ে বক্তব্য কী?’



১৯৯২ সালের বিশ্বকাপ ক্রিকেট জেতা পাকিস্তান দলের অধিনায়ক তথা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের প্রধান ইমরান খান মোদী ও শরিফকে আক্রমণ করে বলেছেন, ‘যখনই নওয়াজ শরিফ বিপদে পড়েন, তখনই কেন পাকিস্তান সীমান্তে উত্তেজনা ও সন্ত্রাসবাদী কার্যকলাপ বেড়ে যায়? এর কারণ কী, সেটা ভেবে পাই না। এটা কি কাকতালীয়?’ ইমরানের দল বিভিন্ন জনসভায় স্লোগান তোলে, ‘যিনি মোদীর বন্ধু তিনি বিশ্বাসঘাতক।’ শরিফ গ্রেফতার হওয়ার পর ফের সুর চড়িয়েছেন ইমরান।



গতকাল রাতে লন্ডন থেকে আবু ধাবি হয়ে দেশে ফেরার পরেই গ্রেফতার হন শরিফ ও তাঁর মেয়ে মরিয়ম। দুর্নীতি দমন আদালত শরিফের ১০ বছর ও মরিয়মের সাত বছরের কারাদণ্ডের সাজা ঘোষণা করেছে। পাকিস্তানে সাধারণ নির্বাচনের ঠিক আগে প্রাক্তন প্রধানমন্ত্রী গ্রেফতার হওয়ায় পিএমএল-এন বিরুদ্ধে নতুন অস্ত্র পেয়ে গিয়েছে বিরোধী দলগুলি।