নয়াদিল্লি: কর্নাটকের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার মধ্যেই আসরে নামলেন স্বয়ং কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সনিয়া গাঁধী। ২১ মাস বাদে দলের প্রচারের হাল ধরাই হোক বা নির্বাচনী রাজনীতি..আজ কর্নাটকে সরকার গঠনের নয়া রাজনৈতিক সমীকরণ তৈরির দায়িত্ব নিজের ঘাড়ে নিলেন সনিয়া।
কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ কর্নাটকে সরকার গঠনের জন্য জেডিএসকে সমর্থনের ঘোষণা করলেন। জেডিএস নেতা কুমারস্বামীকে মুখ্যমন্ত্রী করতে রাজ্যপালকে লিখিত প্রস্তাব দেবে কংগ্রেস। জেডিএসের মুখপাত্র তনবীর আহমেদের দাবি, রাজ্যের মানুষ চান যে, তাঁদের দলের সরকার গঠিত হোক। এ ব্যাপারে কংগ্রেসের প্রস্তাব দলের শীর্ষ নেতৃত্ব স্বীকার করেছে। জেডিএসের দাবি, আগামী ১৮ মে শপথগ্রহণ হবে।
বিজেপিকে আটকাতে এক্ষেত্রে জেডিএস-কে যথাসময়ে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। এর আগে গোয়ার ক্ষেত্রে 'সিদ্ধান্ত গ্রহণে দেরি' হওয়ার কারণে কংগ্রেস সরকার গঠন করতে পারেনি। এই 'ভুল' থেকে কংগ্রেস শিক্ষা নিয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। তাই এদিন ফলাফল প্রকাশের আগেই নিজের দুই বিশ্বস্ত নেতা গুলাম নবি ও অশোক গেহলৌতকে ময়দানে নামিয়ে দেন সোনিয়া। দুজনে গতকালই বেঙ্গালুরুতে পৌঁছে যান। আজ ফলাফল ঘোষণার মধ্যেই দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্ত জেডিএসের নেতৃত্বে সরকার গঠন।
রাজনৈতিক মহলের বক্তব্য, গোয়াতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ব্যর্থতাতেই সবচেয়ে বড় দল হয়েও সরকার গঠনের সুযোগ হারিয়েছিল কংগ্রেস। এক্ষেত্রেই সনিয়া ও রাহুল গাঁধীর নেতৃত্বের তফাত। সবচেয়ে বড় দল হয়েও সরকার গঠনের ক্ষেত্রে সনিয়ার চালেই পিছিয়ে পড়েছে বিজেপি।
সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলার একটা উদাহরণ তুলে ধরলেন সনিয়া। একটা সময় বিজেপি সংখ্যাগরিষ্ঠতার খুবই কাছাকাছি ছিল। কিন্তু যেই মুহূর্তে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ম্যাজিক ফিগারের থেকে বিজেপির কিছু আসনের ব্যবধান বাড়ার ইঙ্গিত মিলল, সেই মুহূর্তেই কংগ্রেস তাদের সবচেয়ে বড় চালটি দিল। নিঃশর্তে জেডিএসকে সমর্থনের প্রস্তাব দিল কংগ্রেস। কংগ্রেসের এই প্রস্তাবে কিছুটা হকচকিয়ে যায় বিজেপি নেতৃত্ব।
সূত্রের খবর, জেডিএসকে সমর্থনের ব্যাপারে সক্রিয় সনিয়া এবং তিনি চাইছেন যে, কংগ্রেস দেবগৌড়ার দলকেই সমর্থন করুক। এদিন ভোট গণণা শুরু হওয়ার আগেই গুলাম নবি দেবগৌড়ার সঙ্গে দেখা করেন।
'যথা সময়ে দ্রুত সিদ্ধান্ত', জেডিএসকে সমর্থনের সিদ্ধান্ত কংগ্রেসের, সনিয়ার কুশলী চালে বিপাকে বিজেপি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 May 2018 04:37 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -