জলন্ধর: পঞ্জাবে মাদকের রমরমার জন্য শিরোমণি অকালি দলকে দায়ী করে এই সমস্যার সমাধানের জন্য একগুচ্ছ প্রতিশ্রুতি দিলেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধী।
সোমবার জলন্ধরে মাদকের বিরুদ্ধে এক ধর্ণার আয়োজন করেছিল কংগ্রেস। সেখানে গিয়ে রাহুল দাবি করেন, চার বছর আগেই তিনি মাদকের সমস্যার কথা বলেছিলেন। কিন্তু তখন অকালি দলের প্রধান সুখবীর বাদল তাঁকে ব্যঙ্গ করেন। এখন অকালি দল ‘উড়তা পঞ্জাব’ ছবিকে নিষিদ্ধ করে দিতে চাইছে। কারণ, এই ছবিতে মাদকের সমস্যা তুলে ধরা হয়েছে। শাসক দলের নেতারা যে মাদক ও আইনের শাসন না থাকার সুযোগে ফুলেফেঁপে উঠেছেন, সেই সত্য স্বীকার করতে তৈরি নন। রাজ্য সরকারই মাদক ব্যবসায় মদত দিচ্ছে।
যুব সমাজের উদ্দেশে কংগ্রেস সহ সভাপতি বলেন, পঞ্জাবের ভবিষ্যৎ উজ্জ্বল করতে চাইলে মাদক দূর করতেই হবে। এছাড়া অন্য কোনও উপায় নেই। মাদক এক ভয়ঙ্কর শত্রু। এটা যুবকদের জীবন নষ্ট করে দিচ্ছে। সবাইকে একসঙ্গে এর বিরুদ্ধে লড়াই করতে হবে।
রাহুলের প্রতিশ্রুতি, আগামী বিধানসভা নির্বাচনে কংগ্রেস জিতলে মাদকের ব্যবসা বন্ধ করার জন্য কঠোর আইন আনবে। পুলিশকে ঠিকমতো ব্যবহার করা হবে। যারা মাদকের ব্যবসার মাধ্যমে যুবকদের কাছ থেকে টাকা নিয়ে বিশাল বাড়ি বানিয়েছে, প্রচুর অর্থ সঞ্চয় করেছে, তাদের কাছ থেকে সেই টাকা ফেরত নিয়ে যুবকদের দেওয়া হবে।
কংগ্রেস সহ সভাপতির দাবি, একমাত্র তাঁদের দলই পঞ্জাবকে মাদকমুক্ত করতে পারে। তাঁরা যখন সত্যি কথা বলেন, তখন অকালি দল ব্যঙ্গ করেছিল। বলেছিল মাদকের সমস্যা, আইন-শৃঙ্খলার সমস্যা, বেকারত্বের সমস্যা নেই। সব ঠিক আছে। কিন্তু সেটা সত্যি নয়। পঞ্জাবের ভবিষ্যৎ ধ্বংস করে দেওয়া হয়েছে। যুবকদের মাদকের জালে জড়িয়ে দেওয়া হয়েছে। সেই জাল ছিন্ন করতে না পারলে পঞ্জাব এগোতে পারবে না।
অকালি দলকে তোপ, পঞ্জাবকে মাদকমুক্ত করতে আইন আনবে কংগ্রেস, প্রতিশ্রুতি রাহুলের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Jun 2016 01:13 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -