নয়াদিল্লি: তিন তালাক প্রথা নিষিদ্ধ করতে কেন্দ্রের এনডিএ সরকার সংসদে নতুন বিল আনছে। সোমবার শুরু হতে চলা সংসদের বাজেট অধিবেশনে নতুন বিলটি পেশ করা হবে। গত ফেব্রুয়ারি কেন্দ্রের প্রাক্তন বিজেপি-এনডিএ সরকার যে অর্ডিন্যান্স এনেছিল, তার পরিবর্তে আসছে বিলটি। ষোড়শ লোকসভা গত মাসে ভেঙে গিয়েছে। তাই রাজ্যসভায় বকেয়া থাকার ফলে আগের বিলটির আর বৈধতা নেই। এই প্রেক্ষাপটে নতুন বিলের বেশ কিছু বিষয়ের বিরোধিতা করবে, সেগুলি নিয়ে প্রশ্ন তুলে তর্ক-বিতর্ক করবে বলে জানিয়ে দিল কংগ্রেস।
নতুন বিলটি বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় ছাড়পত্র পেয়েছে।
বিলের ব্যাপারে প্রশ্ন করা হলে কংগ্রেস মুখপাত্র অভিষেক মনু সিংভি বলেন, আমরা বেশ কিছু ইস্যু তুলেছি। আপত্তি করেছি। বেশ কয়েকটি বিতর্কিত বিষয়ে সরকারও সম্মত হয়েছে। সুতরাং দীর্ঘ সময়ের ব্যবধানে আমরা সফল হয়েছি। সরকার আমাদের তোলা পয়েন্টগুলি আগেই মানলে অনেকটা সময় বাঁচানো যেত। এখন দু-একটা বিষয় বাকি আছে। যেমন, সংশ্লিষ্ট পরিবারের আর্থিক নিরাপত্তার বিষয়টি। আমরা এ নিয়ে বিতর্ক, বিরোধিতা করব।
মুসলিম মহিলা (বিবাহ সংক্রান্ত অধিকার রক্ষা) বিলে তিন তালাক (তালাক-ই-বিদ্দত) প্রথাকে শাস্তিযোগ্য অপরাধ বলা হয়েছে। বিরোধী দলগুলি বিলের তীব্র বিরোধিতা করে দাবি করে, তাতে একজন পুরুষকে স্ত্রীকে ডিভোর্স দেওয়ার জন্য কারাবাসের শাস্তির যে বিধি আছে, তা আইনে টেঁকে না।
প্রসঙ্গত, সপ্তদশ লোকসভার প্রথম অধিবেশনে নতুন সরকার তাত্ক্ষনিক তিল তালাক প্রথা বাতিল সহ ১০টি অর্ডিন্যান্সকে আইনে রূপান্তরিত করতে চায়। চলতি বছরের ফেব্রুয়ারি, মার্চে আগের সরকার সেগুলি জারি করেছিল ১৬-তম লোকসভার শেষ অধিবেশনে আইনে বদলানো যায়নি বলে। এবার বর্তমান সরকারকে ৪৫দিনের মধ্যে অর্ডিন্যান্সগুলিকে আইনে পরিণত করতে হবে, নইলে সেগুলির বৈধতা নষ্ট হয়ে যাবে।
নতুন তিন তালাক বিলের কিছু ধারায় বিতর্ক, বিরোধিতা, জানিয়ে দিল কংগ্রেস
Web Desk, ABP Ananda
Updated at:
13 Jun 2019 09:00 PM (IST)
মুসলিম মহিলা (বিবাহ সংক্রান্ত অধিকার রক্ষা) বিলে তিন তালাক (তালাক-ই-বিদ্দত) প্রথাকে শাস্তিযোগ্য অপরাধ বলা হয়েছে। বিরোধী দলগুলি বিলের তীব্র বিরোধিতা করে দাবি করে, তাতে একজন পুরুষকে স্ত্রীকে ডিভোর্স দেওয়ার জন্য কারাবাসের শাস্তির যে বিধি আছে, তা আইনে টেঁকে না।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -