হায়দরাবাদ: কংগ্রেস সাসপেনশন তুলে নিয়ে দ্রুত তাঁকে দলে ফিরিয়ে নেবে বলে আশা প্রকাশ করলেন মণিশঙ্কর আয়ার। তিনি বলেছেন, ‘আগামী ৬ ঘণ্টা, ৬ দিন, ৬ সপ্তাহ বা ৬ বছর, যে কোনও সময় আমার সাসপেনশন প্রত্যাহার করে নেওয়া হতে পারে। আমি জানতে পারব, একদিন আমাকে দলে ফিরিয়ে নেওয়া হবে। ওঁরা যতই ভাবুন আমাকে কংগ্রেস থেকে বিচ্ছিন্ন করে দিয়েছেন, আমি কংগ্রেসকর্মী এবং সবসময় দলের প্রতি অনুগত থাকব।’
গুজরাতে বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করায় গত ৭ ডিসেম্বর মণিশঙ্করকে সাসপেন্ড করে কংগ্রেস। এই প্রবীণ নেতাকে দলে ফিরিয়ে নেওয়া হবে বলে কোনও কথা শোনা যায়নি। তবে মণিশঙ্কর বুঝিয়ে দিয়েছেন, তিনি কংগ্রেসে ফিরতে চান।
সাসপেনশন তুলে নেবে কংগ্রেস, আত্মবিশ্বাসী মণিশঙ্কর
Web Desk, ABP Ananda
Updated at:
19 Jan 2018 08:36 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -