লখনউ: লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট গড়তে চায় যেসব দল, তাদের কয়েকটি আসন ছাড়তে কংগ্রেস আগ্রহী বলে ইঙ্গিত দিলেন গুলাম নবি আজাদ। তিনি উত্তরপ্রদেশে দলের ভারপ্রাপ্ত নেতা। জাতীয় রাজনীতির মঞ্চে সবচেয়ে গুরুত্বপূর্ণ, হিন্দি বলয়ের এই রাজ্যে বিজেপির বিরোধী দলগুলি একজোট হতে পারে কিনা, তা নিয়ে তীব্র কৌতূহল আছেই। তার মধ্যেই কংগ্রেসকে বাদ রেখে নিজেদের মধ্যে ৩৮টি করে আসন বন্টন করে, দুটি শরিকদের জন্য খালি রেখে জোট ঘোষণা করে দিয়েছে সমাজবাদী পার্টি (সপা)ও বহুজন সমাজ পার্টি (বসপা)। যদিও রায়বরেলি ও অমেঠি, কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী ও সনিয়া গাঁধীর কেন্দ্রে প্রার্থী দেবে না বলে ঘোষণা করেছেন অখিলেশ, মায়াবতীরা। পাল্টা ১৩ জানুয়ারি কংগ্রেসও রাজ্যের ৮০টি আসনের সবকটিতেই প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে।
আজ কিছুটা ভিন্ন সুরে গুলাম নবি সাংবাদিকদের বলেন, ২ থেকে ৪টি আসনে দেওয়া নেওয়া হতেই পারে। কিন্তু এখনও আমরা রাজ্যের ৮০টি কেন্দ্রেই লড়ার প্রস্তুতি নিচ্ছি।
‘দুর্বল’ বলেই নাকি কংগ্রেসকে সপা-বসপা জোটের বাইরে রাখা হয়েছে, এমন জল্পনার প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি পাল্টা বলেন, ভোটেই বোঝা যাবে, কারা শক্তিশালী, কারা দুর্বল।
২০০৯ এ কংগ্রেস উত্তরপ্রদেশে ১৯ট আসন পেলেও ২০১৪-র লোকসভা নির্বাচনে ভরাডুবি হয়, মাত্র ২টি আসনে জেতে তারা। এবার আসন সংখ্যা বেড়ে দ্বিগুণ হবে বলে আশা প্রকাশ করেন গুলাম নবি।
অন্য রাজনৈতিক দলগুলিকে নিয়ে কংগ্রেস কোয়ালিশন গড়বে কিনা, জানতে চাওয়া হলে তিনি বলেন, যদি কোনও দল কংগ্রেসের হাত ধরতে চায় এবং কংগ্রেসও মনে করে তারা বিজেপির মোকাবিলা করতে পারবে, নিশ্চিত ভাবেই তাদের সঙ্গে নেওয়া হবে।
উত্তরপ্রদেশে জোটে আগ্রহী হলে অন্যদের ২-৪টি আসন ছাড়তে পারে কংগ্রেস, ইঙ্গিত গুলাম নবির
Web Desk, ABP Ananda
Updated at:
16 Jan 2019 06:35 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -