হোয়াটসঅ্যাপে মোদীর মর্ফ করা ছবি, সাসপেন্ড পুলিশ ইনস্পেক্টর
Web Desk, ABP Ananda
Updated at:
11 Jan 2018 05:22 PM (IST)
খাগাড়িয়া (বিহার): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মর্ফ করা বিকৃত ছবি সঙ্গে আপত্তিকর ক্যাপশন দিয়ে সোস্যাল মিডিয়ায় শেয়ার করে সাসপেন্ড পুলিশ ইনস্পেক্টর। খাগাড়িয়ার পুলিশ সুপার মীনু কুমারি জানিয়েছেন, টাউন থানায় পোস্টিং হওয়া মহম্মদ ইসলাম নামে ওই অফিসারের বদলির নির্দেশে সম্মতি দিয়েছেন মুঙ্গের রেঞ্জের ডিআইজি বিকাশ বৈভব। ইসলামের মোবাইল ফোন থেকে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করা একটি বার্তা দিনকয়েক আগে নজরে আসে বিহারের শাসক দল জনতা দল (ইউনাইটেড)-এর অনুগামী ব্যবসায়ী সেলের। সেই বার্তায় ছবি রয়েছে মোদীর। দেখানো হয়েছে, মুম্বই সন্ত্রাসবাদী হামলার মাস্টারমাইন্ড হাফিজ সঈদের সঙ্গে তিনি হাত মেলাচ্ছেন। সঙ্গে ক্যাপশন, দেখো কৌন দেশদ্রোহী হ্যায়।
আপত্তিকর বার্তার ব্যাপারে বৈভবকে অবহিত করা হয়। তিনি বিষয়টি খতিয়ে দেখে এই মতই জানান যে, ওই পুলিশকর্তা ১৯৭৬ এর বিহার সরকারি কর্মচারী সার্ভিস রুলস ভেঙেছেন। ডিআইজি ইসলামের পশ্চিম চম্পারনের বাগাহায় বদলির নির্দেশ বাতিল করে তদন্তের নির্দেশ দেওয়ার পাশাপাশি তাঁকে সাসপেন্ড করতেও বলেন।
যদিও ইসলামের দাবি, তিনি নির্দোষ। তিনি বলেছেন, মেসেজটি আমি পাঠাইনি। আমার অজ্ঞাতসারে সেটি পাঠায় আমার নাতি।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -