মুম্বই: করোনা আক্রান্ত মহিলাও দুষ্কৃতীর হাত থেকে রেহাই পেলেন না। মহারাষ্ট্রের নবি মুম্বইয়ে একটি কোয়ারেন্টিন সেন্টারে গতকাল রাতে ধর্ষণের শিকার ৪০ বছরের এক করোনা আক্রান্ত মহিলা। পানভেল থানার পুলিশ আধিকারিক অশোক রাজপুত সংবাদসংস্থাকে জানিয়েছেন যে, এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, করোনার উপসর্গ দেখা যাওয়ার পর ওই মহিলাকে পানভেলের কোনগাওঁয়ের ইন্ডিয়াবুলস কোয়ারেন্টিন সেন্টারে নিয়ে আসা হয়। অভিযুক্তকেও সেখানেই রাখা হয়েছিল। বৃহস্পতিবার রাতে অভিযুক্ত ওই মহিলার ঘরে যায়। সেখানে ওই মহিলাকে ধর্ষণ করে অভিযুক্ত।
এই ঘটনা কোয়ারেন্টিন সেন্টারে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। পানভেল পুলিশ অভিযুক্তর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায় মামলা দায়ের করেছে। ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। সংক্রমণ থেকে সেরে উঠলেই অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করবে।
মহারাষ্ট্রের কোয়ারেন্টিন সেন্টারে করোনা আক্রান্ত মহিলাকে ধর্ষণ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Jul 2020 09:12 PM (IST)
করোনা আক্রান্ত মহিলাও দুষ্কৃতীর হাত থেকে রেহাই পেলেন না। মহারাষ্ট্রের নবি মুম্বইয়ে একটি কোয়ারেন্টিন সেন্টারে গতকাল রাতে ধর্ষণের শিকার ৪০ বছরের এক করোনা আক্রান্ত মহিলা।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -