নয়াদিল্লি: দেশে ফের দৈনিক সংক্রমণে রেকর্ড। একদিনে আক্রান্ত ৩৮ হাজার ৯০২। শুধু মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা তিন লক্ষ ছাড়াল। দেশে মোট আক্রান্ত ১০ লক্ষ ৭৭ হাজার ৬১৮। মৃত বেড়ে ২৬ হাজার ৮১৬। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৫৪৩ জনের। একদিনে সুস্থ ২৩ হাজার ৬৭২ জন। গোটা দেশে সংক্রমণ মুক্ত ৬ লক্ষ ৭৭ হাজার ৪২৩। সুস্থতার হার কমে ৬২.৮৬ শতাংশ।
দেশের মধ্যে মহারাষ্ট্রে সংক্রমণের হার সবচেয়ে বেশি। ওই রাজ্যে মৃত্যু হয়েছে ১১ হাজার ৫৯৬ জনের। আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৯৩৭। দিল্লিতে মৃত ৩ হাজার ৫৯৭। সংক্রমিত ১ লক্ষ ২১ হাজার ৫৮২। তামিলনাড়ুতে ২ হাজার ৪০৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৬৫ হাজার ৭১৪। গুজরাতে মৃতের সংখ্যা ২ হাজার ১২২। সংক্রমিত ৪৭ হাজার ৩৯০। উত্তরপ্রদেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১ হাজার ১০৮ জনের। আক্রান্ত ৪৭ হাজার ৩৬।
বিশ্বে আক্রান্তের সংখ্যার বিচারে আমেরিকা ও ব্রাজিলের পর তৃতীয় স্থানে ভারত। তবে প্রতি দশলক্ষ জনসংখ্যায় সংক্রমণ ও মৃত্যুর হারের ক্ষেত্রে ভারতের পরিস্থিতি অনেকটাই ভালো। ভারতের থেকে আক্রান্তের সংখ্যা বেশি আমেরিকা (৩,৮৩৩,২৭১) ও ব্রাজিল (২,০৭৫,২৪৬)-এ।
আইসিএমআর জানিয়েছে, ১৮ জুলাই পর্যন্ত ১,৩৭,৯১,৮৬৯ নুমনা পরীক্ষা হয়েছে।এরমধ্যে গতকাল পরীক্ষা হয়েছে ৩,৫৮,১২৭।
দেশে সুস্থতার হার বেড়ে হয়েছে ৬২.৮৬ শতাংশ। বর্তমানে রোগ সারিয়ে সুস্থ আক্রান্তর সংখ্যা ৬.৭৭ লক্ষের বেশি। চিকিত্সা চলছে ৩.৭৩ লক্ষ আক্রান্তর।
দেশে একদিনে আক্রান্ত প্রায় ৩৯ হাজার, সবমিলিয়ে মোট সংক্রমিত ১০ লক্ষ ৭৭ হাজার ৬১৮
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Jul 2020 10:12 AM (IST)
দেশে ফের দৈনিক সংক্রমণে রেকর্ড। একদিনে আক্রান্ত ৩৮ হাজার ৯০২। শুধু মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা তিন লক্ষ ছাড়াল। দেশে মোট আক্রান্ত ১০ লক্ষ ৭৭ হাজার ৬১৮। মৃত বেড়ে ২৬ হাজার ৮১৬।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -