দেশের বিভিন্ন প্রান্তে কীভাবে ভ্যাকসিন পৌঁছে দেওয়া হবে? সেই প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করা হয় ড্রাই রানের। আগেই জানানো হয়েছিল, এই ড্রাই রানের জন্য বেছে নেওয়া হয়েছে দেশের ৪ রাজ্যকে। দেশের পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণের এই চারটি রাজ্যকে বেছে নেওয়া হয়েছিল। টিকাকরণের জন্য একাধিক বিষয় খতিয়ে দেখা হয়েছে এই অভিযানে।
যার মূল উদ্দেশ্য , টিকাকরণ শুরু হওয়ার আগে সবদিক পর্যবেক্ষণ করা। একইসঙ্গে কোনও ত্রুটি আছে কি না তাও খতিয়ে দেখা হয়েছে। কীভাবে টিকাকরণ করা যায়, তাও পর্যালোচনা করে দেখা হয়। টিকাকরণ পর্বে কীভাবে সামাজিক দূরত্ব বজায় রাখা হবে, তাও দেখা হয়েছে দুদিনের এই ড্রাই রানে। একইসঙ্গে নজর দেওয়া হবে ভ্যাকসিন সংরক্ষণের দিকেও।
কো-উইন ( Co-WIN ) অ্যাপের মাধ্যমে টিকাকরণ সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি জানা যাবে। যার মধ্যে রয়েছে, ভ্যাকসিন নিয়ে পরিকল্পনা, বাস্তবায়ন সংক্রান্ত বিষয় জানা যাবে।
উল্লেখ্য, বিভিন্ন বেশ কয়েকটি দেশে ইতিমধ্যেই আপৎকালীন ভিত্তিতে করোনা টিকাদানের কাজ শুরু হয়েছে। ভারতেও আগামী কিছুদিনের মধ্যেই ভ্যাকসিনে ছাড়পত্র মিলতে পারে বলে আশা প্রকাশ করেছেন পুনের সিরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালা। ভারতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনিকার কোভিড টিকা তৈরি করছে পুনের সিরাম ইন্সস্টিটিউট। এছাড়াও আরও কয়েকটি টিকা পরীক্ষার বিভিন্ন পর্যায়ে রয়েছে।