নয়াদিল্লি: আগামী কয়েকদিনের মধ্যেই জরুরিকালীন ব্যবহারের জন্য ছাড়পত্র পেতে পারে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজনিকার করোনাভাইরাস ভ্যাকসিন।  সোমবার এমনই আশা প্রকাশ করলেন, এই ভ্যাকসিনের ভারতীয় উৎপাদক সংস্থা পুনের সিরাম ইন্সস্টিটিউটের চিফ এক্সিকিউটিভ আদর পুনাওয়ালা। তিনি জানিয়েছেন, কোম্পানি ইতিমধ্যেই ভ্যাকসিনের চার-পাঁচ কোটি ডোজ তৈরি করেছে।

তিনি বলেছেন, আমাদের ইতিমধ্যেই ৪-৫ কোটি কোভিশিল্ডের ডোজ  তৈরি হয়ে গিয়েছে। কয়েকদিনের মধ্যে  ছাড়পত্র পাওয়ার পর কত ডোজের প্রয়োজন ও কত তাড়াতাড়ি প্রয়োজন তা সরকারের ওপর নির্ভর করছে। আগামী বছরের জুলাইয়ের মধ্যে আমরা প্রায় ৩০ কোটি ডোজ তৈরি করে ফেলব।



সিরাম ইনস্টিটিউটের আদর পুনাওয়ালা বলেছেন, ব্রিটেন থেকে সুখবর আমরা খুব শীঘ্রই পাব। ডিসেম্বরের মধ্যেই বা জানুয়ারির একেবারে শুরুতে ব্রিটেনের নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেতে পারে। এরপর ভারতেও এর ছাড়পত্র পাওয়া যেতে পারে।