নয়াদিল্লি: দেশে করোনায় কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। একইসঙ্গে দৈনিক সুস্থতার সংখ্যাও কমেছে।
দৈনিক মৃত্যুতে দেশে আজও তৃতীয় স্থানে রয়েছে বাংলা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৫৩ জনের। তালিকায় শীর্ষে স্থানে রয়েছে দিল্লি। রাজধানীতে একদিনে মৃত্যু হয়েছে ১১১ জনের। দ্বিতীয় স্থানে আছে মহারাষ্ট্র। সেখানে গত ২৪ ঘণ্টায় ৬২ জনের মৃত্যু হয়েছে।
ভারতে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লক্ষ ৩৩ হাজার ২২৭ জনের।মোট আক্রান্ত ৯০ লক্ষ ৯৫ হাজার ৮০৬।
গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫০১ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৫৬৪।
গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৪৫ হাজার ২০৯ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৪৬ হাজার ২৩২।
তবে এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৮৫ লক্ষ ২১ হাজার ৬১৭ জন। গত ২৪ ঘণ্টায় ৪৩ হাজার ৪৯৩ জন সুস্থ হয়েছেন। গতকাল দৈনিক সুস্থতার সংখ্যা ছিল ৪৯ হাজার ৭১৫।
দেশে মৃত্যুর হার ১.৪৭ শতাংশ। সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৩.৬৮ শতাংশ।
আইসিএমআর সূত্রে খবর, ২১ নভেম্বর পর্যন্ত দেশে ১৩ কোটি ১৭ লক্ষ ৩৩ হাজার ১৩৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয়েছে ১০ লক্ষ ৭৫ হাজার ৩২৬টি নমুনা।
অন্যদিকে, বিশ্বে করোনায় কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। একইসঙ্গে বিশ্বে দৈনিক সুস্থতার সংখ্যাও কমেছে। করোনায় এখনও পর্যন্ত বিশ্বে মৃত্যু হয়েছে ১৩ লক্ষ ৭৮ হাজার ৮৬৬ জনের। আক্রান্ত হয়েছেন ৫ কোটি ৮০ লক্ষ ১৪ হাজার ৪৯১ জন।
গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯ হাজার ৪৯ জনের। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৫ লক্ষ ৮২ হাজার ২৩৮ জন।
তবে এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৭১ লক্ষ ৫৫ হাজার ৩৬২ জন। একদিনে সুস্থ হয়েছেন ৩ লক্ষ ৭৪ হাজার ৭৯৭ জন।
আমেরিকা, ব্রাজিল ও ইউরোপে করোনা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। আমেরিকায় কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। এখনও পর্যন্ত আমেরিকায় মৃত্যু হয়েছে ২ লক্ষ ৫৫ হাজার ৮০০ জনের। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫০৩ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত হয়েছেন ১ কোটি ২০ লক্ষ ৫৯ হাজার ৬৮৬ জন। গত ২৪ ঘণ্টায় ১ লক্ষ ৬৩ হাজার ৮১০ জন আক্রান্ত হয়েছেন।