নয়াদিল্লি: দেশে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে ফের মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের সম্ভাবনা। মঙ্গল ও বুধবার ভিডিও কনফারেন্স হওয়ার সম্ভাবনা।এর আগে ৫ বার মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী। গত ১১ মে শেষবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা করেছিলেন তিনি।
দেশে লকডাউনের পর আনলক পর্ব শুরু হয়েছে। এরইমধ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।
আনলক ২ পর্বে সাধারণ মানুষ ও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিধিনিয়ম শিথিল করা হয়েছে। লকডাউনের ফলে ক্ষতিগ্রস্ত অর্থনীতি ফের যাতে গতি পায়, সেজন্যই এই উদ্যোগ।
সূত্রের খবর, আগামী ১৬ ও ১৭ জুন অর্থাত্ আগামী সপ্তাহের মঙ্গল ও বুধবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্স করতে পারেন প্রধানমন্ত্রী।
এই দুদিনের ভার্চুয়াল বৈঠকে রাজ্যগুলিকে দুটি পৃথক তালিকায় ভাগ করা হতে পারে।
এর আগের বৈঠকগুলিতে প্রধানমন্ত্রী করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা করেছেন, মতামত নিয়েছেন। সংক্রমণের হারের উর্দ্ধগতির পরিপ্রেক্ষিতে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে।