নয়াদিল্লি: ব্রিটেনে এবং আমেরিকায় শুরু হয়ে গিয়েছে করোনার টিকাকরণ কর্মসূচি। ভারতে আগামী ছয় থেকে সাত মাসে ৩০ কোটি মানুষকে টিকা দেওয়ার কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। টিকাকরণে অগ্রাধিকারের তালিকায় রয়েছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। কিন্তু টিকা নিতে চাইলে নথিভুক্তকরণ করাতে হবে। আর নথিভুক্তকরণের জন্য প্রয়োজন পরিচয়পত্র। কোন কোন পরিচয়পত্র থাকলে আপনি নথিভুক্তকরণ করতে পারবেন দেখে নিন একনজরে----
১) ভোটার আই কার্ড বা সচিত্র পরিচয় পত্র
২) প্যান কার্ড
৩) ব্যাঙ্ক বা পোস্ট অফিসের পাস বুক
৪) ড্রাইভিং লাইসেন্স
৫) শ্রম মন্ত্রকের অধীনে ইস্যু করা স্বাস্থ্য বীমা স্মার্ট কার্ড
৬) মহাত্মা গান্ধী জাতীয় রোজগার যোজনা প্রকল্পের আওতায় থাকা জব কার্ড
৭) বিধায়ক, সাংসদ, পুরপিতাদের পরিচয় পত্র
৮) পেনশন প্রাপকদের নথি
৯) পাসপোর্ট
১০) কেন্দ্র বা রাজ্য সরকারি কর্মচারীদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্বারা ইস্যু করা পরিচয় পত্র
১১) পাবলিক লিমিটেড কোম্পানির ইস্যু করা পরিচয় পত্র
উপরোক্ত যে কোনও একটি নথি করোনা প্রতিষেধক নেওয়ার ক্ষেত্রে নথিভুক্তকরণের সময় দিতে পারেন।
নথিভুক্তকরণে ক্ষেত্রে সচিত্র পরিচয়পত্র কি বাধ্যতামূলক
নথিভুক্তকরণের সময় সচিত্র পরিচয় পত্র জমা দিতে হবে এবং করোনা টিকা দেওয়ার সময় তা যাচাই করে দেখে নেওয়া হবে। কারণ ইচ্ছুক ব্যক্তি টিকা পেলেন কিনা, সেটা নিশ্চিত হওয়ার জন্য এই ব্যবস্থা
প্রতিষেধক নেওয়ার জন্য আপনি যোগ্য কিনা কেমন করে জানবেন
করোনা টিকার প্রাপকদের ক্ষেত্রে অগ্রাধিকারের তালিকায় রয়েছেন চিকিৎসক,স্বাস্থ্যকর্মী ও সামনের সারিতে থাকা করোনা যোদ্ধারা। কী পরিমাণে করোনা টিকা পাওয়া যাবে তার উপর নির্ভর করবে প্রথম পর্বে ৫০ বছর বয়সি বা তার ঊর্ধেব থাকা ব্যক্তিদের টিকাকরণ। কোন সময়ে, কবে প্রতিষেধক নিতে পারবেন তা তাঁদের মোবাইলে এসএমএস করে জানিয়ে দেওয়া হবে।
ক্যান্সার বা ডায়াবেটিসে আক্রান্তেরা কি টিকা নিতে পারবেন?
ক্যান্সার, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ জনিত রোগের আক্রান্তেরাও করোনা টিকা নিতে পারবেন বলে জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সম্প্রতি দেশের মানুষের এমন অসংখ্য প্রশ্নের উত্তর দিয়েছেন। করোনা প্রতিষেধক নেওয়া বাধ্যতামূলক নয় বলেও জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। তবে কেউ যদি টিকার প্রথম ডোজ নেন, তাহলে তিনি যেন টিকার কোর্সটিও সম্পূর্ণ করেন, সেই আবেদনও জানানো হয়েছে স্বাস্থ্যমন্ত্রকের তরফে।