নয়াদিল্লি: কর্ণাটক বিধানসভায় আস্থাভোটের আগেই মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পার ইস্তফার ফলে বিজেপি সরকারের পতন হল। এরপরেই সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি-কে তোপ দাগলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। তিনি প্রধানমন্ত্রীকে সরাসরি দুর্নীতিগ্রস্ত বলে দাবি করলেন। রাহুল বললেন-

# বিজেপি ক্ষমতা ছাড়া কিছুই ভাবে না। জাতীয় সঙ্গীত বাজার আগেই বিধানসভা ছাড়ে।

# এটাই প্রমাণ করে, কোনও প্রতিষ্ঠানকে পরোয়া করে না বিজেপি।

# একই খেলা বারবার খেলছে বিজেপি-আরএসএস।

# দেশের সব সংস্থাকেই নষ্ট করার চেষ্টা করছে।

# গোয়া, মণিপুর, মেঘালয়ে একই চেষ্টা করেছে।

# আশা করি কর্ণাটক থেকে শিক্ষা নেবে বিজেপি-আরএসএস।

# কী করে প্রধানমন্ত্রী বিধায়ক কেনায় সম্মতি দিলেন?

# দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর লড়াইয়ের দাবি পুরো মিথ্যে।

# প্রধানমন্ত্রী নিজেই দুর্নীতিগ্রস্ত।

# সে জন্য দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছেন প্রধানমন্ত্রী।

# বিধায়ককে টোপ দেওয়ার অডিও টেপ আছে।

# কংগ্রেসকে ভাঙার অনেক চেষ্টা করেছিল।

# কিন্তু বিজেপি-র সব চক্রান্ত ব্যর্থ হয়েছে।

# কর্ণাটকের মানুষের রায়ের প্রতি শ্রদ্ধা ছিল না বিজেপি-র।

# গণতন্ত্রের কাছে টাকা তুচ্ছ।

# শিক্ষা পেলেন মোদী-অমিত শাহ। তাঁদের শিক্ষা দিল কর্ণাটক।

# টাকার চেয়ে দেশের সংবিধান অনেক উপরে।

# প্রধানমন্ত্রী দেশের মানুষ, সুপ্রিম কোর্টের উর্ধ্বে নন।

# আমার সন্দেহ আছে, প্রধানমন্ত্রী এসব বুঝবেন কি না।

# বিরোধীরা একজোট হয়ে বিজেপি-কে হারাব।

# মোদীর কর্মপদ্ধতি স্বৈরতান্ত্রিক।