চন্ডিগড়: বাজার থেকে 'ভাগবত গীতা' কেনার অভিজ্ঞতা প্রায় সবারই রয়েছে। তাই এই ধর্মগ্রন্থর দাম কত হতে পারে, তার একটা ধারনা রয়েইছে। কিন্তু এক একটি গ্রন্থের দাম প্রায় ৩৮ হাজার টাকা শুনলে চমকে যাওয়াটাই স্বাভাবিক। গত বছরের 'আন্তর্জাতিক গীতা মহোত্সবে' ভিভিআইপি-দের উপহার দিতে ১০ টি গ্রন্থ কিনতে হরিয়ানার মনোহর লাল খট্টার সরকারের খরচ হয়েছে প্রায় ৩৮ লক্ষ টাকা! অর্থাত, এক একটি গ্রন্থ কিনতে খরচ হয়েছে প্রায় ৩৮ হাজার টাকা। তথ্যের অধিকার আইনের আওতায় এই তথ্য জানা গিয়েছে। অথচ, বাজারে এই গ্রন্থের দাম ১৫০ থেকে ২৫০ টাকার মধ্যে।
হরিয়ানার আরটিআই কর্মী হিসারের বাসিন্দা রাহুল শেরাওয়াত গীতা মহোত্সবের ব্যয় সম্পর্কে জানতে চেয়েছিলেন। আর এতেই উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। আরটিআই-এর আওতায় দায়ের করা আর্জির ভিত্তি কুরুক্ষেত্র বিকাশ বোর্ড গীতা মহোত্সবের ব্যয় সম্পর্কে তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, গীতাগ্রন্থের ১০ কপির জন্য সরকার ৩,৭৯,৫০০ টাকা খরচ করেছে হরিয়ানা সরকার। অর্থাত, প্রতি গ্রন্থের দাম ৩৭,৯৫০ টাকা। স্থানীয় একটি স্টেশনারি দোকান থেকে ওই গ্রন্থগুলি কেনা হয়েছিল।
হরিয়ানা সরকারের এই খরচ নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ইন্ডিয়ান লোকদল (আইএনএলডি) সাংসদ দুষ্যন্ত চৌটালার ট্যুইট, ১০ টি গীতা কিনতে এত টাকা খরচ থেকেই স্পষ্ট হরিয়ানার কতটা সত্ সরকার রয়েছে। তাঁর অভিযোগ, গীতার নামেও চুরি হচ্ছে।

 



গীতা মহোত্সবের সময় অভিনয় জগত থেকে রাজনীতিতে আসা হেমা মালিনী ও মনোজ তিওয়ারিও অনুষ্ঠান করেন। এর জন্য তাঁদের প্রচুর পরিমাণ ফিস দেওযা হয়। হেমা মালিনীকে তাঁর মিউজিক্যাল ড্রামা অনুষ্ঠানের জন্য ১৫ লক্ষ টাকা এবং মনোজ তিওয়ারিকে তাঁর সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ১০ লক্ষ টাকা দেওয়া হয়।
রাহুল শেরাওয়াত জানিয়েছেন, আরটিআই-এর আওতায় যে প্রশ্ন তিনি করেছিলেন সে ব্যাপারে মাত্র ৪.৩২ কোটি টাকা খরচের হিসেব পাওযা গিয়েছে। যদিও সরকার এই অনুষ্ঠানের জন্য ১৫ কোটি টাকা বরাদ্দ করেছিল বলে জানা গেছে।
বাকি খরচের হিসেব জানতে চেয়ে আরও একটি আবেদনের কথা ভাবছেন শেরাওয়াত।
বিরোধীরা খট্টার সরকারকে এ ব্যাপারে নিশানা করেছে। যদিও সরকার বলেছে, ওই ব্যয় প্রয়োজনীয় ছিল।
গত বছরের ২৫ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর এই অনুষ্ঠান হয়। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী ও আরএসএস প্রধান মোহন ভাগবত, হরিয়ানা ও হিমাচল প্রদেশের রাজ্যপাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।