উদুপি (কর্নাটক): বিশ্ব হিন্দু পরিষদ আয়োজিত ধর্ম সংসদে গতকাল স্বামী গোবিন্দ গিরি মহারাজ বলেছিলেন, যতদিন না সরকার অভিন্ন দেওয়ানি বিধি চালু করছে, ততদিন প্রত্যেক হিন্দু পরিবারের ৪টি করে সন্তানের জন্ম দেওয়া উচিত। এবার কার্যত তাঁর কথারই প্রতিধ্বনি শোনা গেল মহাচার্য আশ্রমের স্বামী নরেন্দ্রনাথের গলায়। তিনি বলেছেন, হিন্দু মন্দিরের ওপর হামলা বাড়ছে, তা রুখতে হিন্দুদের উচিত হাতে অস্ত্র তুলে নেওয়া।


ধর্ম সংসদে স্বামী নরেন্দ্রনাথ বলেছেন, লাখ লাখ টাকার মোবাইল কেনার যৌক্তিকতা কী? বদলে প্রত্যেক হিন্দুর অস্ত্র রাখা উচিত। এখন যখন হিন্দু মন্দিরে, ধর্মস্থানে এমনকী সংসদেও হামলা চলছে, প্রত্যেকের উচিত নিজেকে বাঁচাতে সঙ্গে অস্ত্র রাখা।

স্বামী বলেছেন, হিন্দু জাতির ওপর বিশাল বিপদের খাঁড়া ঝুলছে, আক্রান্ত হচ্ছে তারা। গোটা দেশের সব মন্দির জঙ্গিদের সহজ টার্গেট, এমনকী ছাড় পাচ্ছে না সংসদও। এই পরিস্থিতিতে মোবাইল ফোন নয়, দরকার হল, সমাজকে নিরাপদ করা।

তাঁর মন্তব্য হিংসায় প্রশ্রয় দিতে পারে বলা হলে স্বামী বলেন, তিনি হিংসার পক্ষপাতী নন, শুধু আসন্ন বিপদ সম্পর্কে মানুষকে সাবধান করেছেন।