নয়াদিল্লি: নোট বাতিল ইস্যুতে সংসদের অর্থ বিষয়ক স্থায়ী কমিটিতে আর ডাকা হবে না রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর উর্জিত পটেলকে। স্থায়ী কমিটির চেয়ারম্যান তথা কংগ্রেস সাংসদ বীরাপ্পা মইলি এ কথা জানিয়েছেন। গতকাল স্থায়ী কমিটির সামনে দ্বিতীয়বার এসেছিলেন পটেল। যদিও নোট বাতিলের পরে কত পুরানো ৫০০ ও ১০০০ নোট টাকার নোট ফিরে এসেছে তা তিনি জানাতে পারেননি। এ ব্যাপারে কমিটির প্রশ্নের উত্তরে গভর্নর বলেছেন, ফেরত আসা নোট গোনার কাজ এখনও চলছে। তাই কত নোট ফেরত এসেছে, তা বলা সম্ভব নয়। নাম প্রকাশে অনিচ্ছুক কমিটির এক সদস্য এ কথা জানিয়েছেন।
গতকাল অর্থ সংক্রান্ত কমিটির সাড়ে তিন ঘন্টার বৈঠকে সদস্যরা রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরকে বেশ কিছু প্রশ্ন করেন। তাঁর জবাবে কমিটির অনেক সদস্যই সন্তুষ্ট নন বলে জানা গেছে।
মইলি জানিয়েছেন, কমিটি তার নোট বাতিল সংক্রান্ত রিপোর্ট সংসদের আসন্ন বাদল অধিবেশনে পেশ করবে। আগামী ১৭ জুলাই অধিবেশন শুরু হচ্ছে। চলবে ১১ অগাস্ট পর্যন্ত।
গত জানুয়ারি মাসে কমিটির সামনে প্রথমবার এসেছিলেন পটেল। তখন তিনি জানিয়েছিলেন যে, নোট বাতিলের পর কত নোট ফেরত এসেছে সে ব্যাপারে তিনি একটি বিবৃতি জমা দেবেন।
গতকালের বৈঠকে পটেল ছাড়াও রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর এস এস মুন্দ্রাও উপস্থিত ছিলেন।
পটেল বলেন, সপ্তাহে ছ’দিন আরবিআই কর্মীরা নোট গোনার কাজ করে চলেছেন। অনেক ক্ষেত্রে কর্মীদের ছুটিও বাতিল করা হয়েছে। আরও নোট গোনার যন্ত্র দরকার। তার বরাতও দেওয়া হয়েছে। কিন্তু কবে গোনা শেষ হবে, তারও সময়সীমা দিতে চাননি উর্জিত। কমিটির এক কংগ্রেস সদস্য জানতে চান, ২০১৯-এ মোদী সরকারের মেয়াদ শেষ হওয়ার মধ্যেও কী রিজার্ভ ব্যাঙ্ক সংখ্যাটা জানাতে পারবে?