কোল্লাম ও নয়াদিল্লি: কোল্লামের মন্দিরে ভয়াবহ দুর্ঘটনায় শতাধিক মানুষ প্রাণ হারানোয় গোটা দেশে শোকের ছায়া নেমে আসে। রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী, রাজনৈতিক দল থেকে শুরু করে বলিউড— সকলেই এই মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ। শোকবার্তা এসেছে প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান থেকেও।

এদিনের দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তিনি বলেছেন, নিহতদের জন্য গভীর সমবেদনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, মন্দিরের অগ্নিকাণ্ড ভাষায় বর্ণনা করার অতীত। মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী কেরল সরকারকে হতাহতদের সাহায্যে দ্রুত ক্ষতিপূরণের ব্যবস্থা করার নির্দেশ দেন। ঘটনাস্থলে যান সহ-সভাপতি রাহুল গাঁধী।

লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন থেকে শুরু করে বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বহু রাজ্যের রাজ্যপাল এই ঘটনায় শোকপ্রকাশ করেন। শোকপ্রকাশ করেছেন ওমর আবদুল্লাহ, সিপিআই নেতা ডি রাজা।

ঘটনায় শোকে বিহ্বল বলিউডও। বহু অভিনেতা-অভিনেত্রী শোক জ্ঞাপন করেন।

কেরলের কোল্লমে মন্দির দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছে পাকিস্তান। এদিন পাক বিদেশ দফতরের মুখপাত্র নাফিস জাকারিয়া জানান, মন্দিরে অগ্নিকাণ্ডের ফলে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। এই খবরে পাকিস্তান সরকার ও জনতা মর্মাহত। মৃতদের পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।