নয়াদিল্লি: মায়ের বাড়ির একটি অংশ জোর করে দখল করে বসবাস, মা-কে আর্থিক সাহায্য না করা এবং তাঁর উপর অত্যাচার করার দায়ে আদালতের রোষে ছেলে। তাঁকে ‘অকৃতজ্ঞ ও স্বার্থপর’ আখ্যা দিয়ে অবিলম্বে বাড়ি ছেড়ে দেওয়া এবং ক্ষতিপূরণ হিসেবে বৃদ্ধা মা-কে ১০ হাজার টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

 

৬৫ বছরের ওই বৃদ্ধা দিল্লির তিলক নগরে থাকেন। ২০১২ সালে তিনি ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে বলেন, ছেলে ও বৌমা জোর করে তাঁর বাড়ির দ্বিতীয় তলে বাস করছে। তিনি আর্থিক সাহায্য চাইলে ছেলে হুমকি দিচ্ছে। এরপর বাড়ির ওই অংশ খালি করে দেওয়ার আইনি নোটিস যায় বৃদ্ধার ছেলের কাছে। কিন্তু তা সত্ত্বেও তিনি দ্বিতীয় তলে বহাল তবিয়তে থেকে যান। ফলে বৃদ্ধা ফের আদালতের দ্বারস্থ হতে বাধ্য হন।

 

ছেলের অত্যাচারের প্রতিকার চেয়ে ওই বৃদ্ধার আদালতে আসাকে ‘দুর্ভাগ্যজনক মামলা’ বলেছেন বিচারপতি সবিতা রাও। তিনি আরও বলেছেন, মায়ের প্রতি সন্তানের দায়িত্ব পালন না করা, নিজের কৃতকর্ম স্বীকার না করা, অকৃতজ্ঞ এবং স্বার্থপর হওয়া সবচেয়ে দুঃখজনক ঘটনা। আগেই আবেদনকারীর পুত্রকে দখল করে রাখা অংশ ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি তা করেননি। সেই কারণে আদালত অবিলম্বে বাড়ি খালি করা এবং ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিচ্ছে। ওই বৃদ্ধা বাড়ির মালিক। তিনি চাইলে তবেই ওই বাড়িতে অন্য কেউ থাকতে পারবে। না হলে ওই অংশে বসবাসকারী ‘জবরদখলকারী’ ছাড়া অন্য কিছু নন। তাঁকে ক্ষতিপূরণ দিতে হবে।