নয়াদিল্লি: মার্কিন মহিলা গবেষক ধর্ষণে দোষী সাব্যস্ত হলেন ‘পিপলি লাইভ’ ছবির  সহ-পরিচালক মাহমুদ ফারুকি। তিনি জামিনে মুক্ত ছিলেন। শনিবার অতিরিক্ত দায়রা বিচারক সঞ্জীব জৈন ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (ধর্ষণ) ধারায় দোষী ঘোষণা করে রায় দেওয়ার পরই তাঁকে হেফাজতে নিয়েছে পুলিশ। সাজা ঘোষণার শুনানি ধার্য হয়েছে ২ অগাস্ট। ন্যূনতম সাজা সাত বছর সশ্রম জেল, সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারবাস।

 

৩০ বছরের ওই মহিলার অভিযোগ, গত বছর নিজের গবেষণার ব্যাপারে সাহায্য চাইতে ফারুকির বাড়ি গিয়েছিলেন তিনি। সে সময় মদ্যপ অবস্থায় ফারুকি তাঁকে ধর্ষণ করেন। এহেন অভিযোগ পেয়ে গত বছর ১৯ জুন ফারুকির বিরুদ্ধে এফআইআর রুজু করে পুলিশ। গ্রেফতার হন ফারুকি। গত বছর ২৯ জুলাই চার্জশিট দিয়ে পুলিশ দাবি করে, গত বছরের ২৮ মার্চ ফারুকি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ওই গবেষককে দক্ষিণ দিল্লির সুখদেব বিহারের বাড়িতে ধর্ষণ করেন। ৯ সেপ্টেম্বর ফারুকির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে বিচার শুরু করে আদালত।