নয়াদিল্লি: উত্তরপ্রদেশের দাদরিতে বাড়িতে গোমাংস রাখার অভিযোগে গণপিটুনিতে নিহত মহম্মদ আখলাকের পরিবারের লোকেদের বিরুদ্ধে এবার গোহত্যার অভিযোগ দায়েরের নির্দেশ দিল আদালত। বিসাদা গ্রামের এক বৃদ্ধের অভিযোগ, আখলাকের পরিবারের লোকেরা একটি বাছুরকে হত্যা করেছেন। আখলাকের ভাই মহম্মদ জান একটি মাঠে বাছুরটির গলা কেটেছিলেন। এই অভিযোগের ভিত্তিতেই এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছে আদালত।
উত্তরপ্রদেশে গোমাংস খাওয়া অপরাধ নয়। কিন্তু গোহত্যা করা জামিন অযোগ্য অপরাধ। অপরাধ প্রমাণ হলে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ডের সাজা হতে পারে আখলাকের ভাইয়ের।
গত বছর আখলাককে পিটিয়ে হত্যার কয়েকদিন পরেই স্থানীয় এক চিকিৎসককে উদ্ধৃত করে পুলিশ বলেছিল, আখলাকের বাড়িতে গোমাংস ছিল না। কিন্তু সম্প্রতি নতুন ফরেনসিক পরীক্ষার রিপোর্টে বলা হয়েছে, সেখানে গোমাংসই ছিল। এরপর আদালতের এই নির্দেশে আখলাকের হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ব্যক্তিরা সন্তোষ প্রকাশ করেছেন।
আখলাকের হত্যার সঙ্গে জড়িত সন্দেহে যে ১৮ জনকে গ্রেফতার করা হয়েছিল তাঁদের মধ্যে স্থানীয় বিজেপি নেতা সঞ্জয় রানার পুত্রও আছেন। এই বিজেপি নেতা আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, বিচারের জয় হল। তিনি গ্রামে ফিরে আদালতের রায় খতিয়ে দেখে পঞ্চায়েতকে বিষয়টি জানাবেন।
আখলাকের পরিবারের বিরুদ্ধে গোহত্যার অভিযোগ দায়েরের নির্দেশ আদালতের
Web Desk, ABP Ananda
Updated at:
14 Jul 2016 12:51 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -