নয়াদিল্লি: নোভেল করোনাভাইরাসের সংক্রমণ রুখতে ভারতে প্রথম দেশে তৈরি টিকা কোভ্যাক্সিনের মানব শরীরে ক্লিনিক্যাল ট্রায়ালের প্রথম পর্ব শুক্রবার দিল্লির এইমসে শুরু হল। ৩০ থেকে ৪০ বছর বয়সের এক ব্যক্তিকে প্রথম ইঞ্জেকশন দেওয়া হল।
এইমসে পরীক্ষার জন্য গত শনিবার থেকে সাড়ে তিন হাজারের বেশি লোক তাঁদের নাম নথিভূক্ত করেছেন। তাঁর মধ্যে কমপক্ষে ২২ জনের স্ক্রিনিং চলছে। এই তথ্য জানিয়েছেন এইমসের কমিউনিটি মেডিসিনের অধ্যাপক তথা প্রধান গবেষক ড. সঞ্জয় রাই।
রাই বলেছেন, দিল্লির বাসিন্দা প্রথম ব্যক্তির দুদিন আগে শারীরিক পরীক্ষা করা হয়েছিল এবং স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত মাপকাঠি স্বাভাবিক পর্যায়ে রয়েছে। তাঁর অন্য কোনও অসুস্থতা নেই। ০.৫ মিলিমিটারের প্রথম ডোজ আজ দুপুর দেড়টা নাগাদ দেওয়া হয়। এর কোনও ক্ষতিকারক প্রভাব ওই ব্যক্তির শরীরে দেখা যায়নি। তাঁকে দুই ঘন্টা পর্যবেক্ষণে রাখা হয়। আগামী সাতদিন তাঁর ওপর নজর রাখা হবে।
ক্লিনিক্যাল পরীক্ষায় সামিল আরও কিছু অংশগ্রহণকারীর স্ক্রিনিং রিপোর্ট আসার পর শনিবার তাঁদের ওপর ভ্যাকসিন প্রয়োগ করা হবে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) কোভ্যাক্সিন-এর প্রথম ও দ্বিতীয় দফার পরীক্ষার জন্য এইমস সহ দেশের ১২ টি মেডিক্যাল প্রতিষ্ঠানকে বাছাই করেছে।
প্রথম পর্বে ৩৭৫ জনের ওপর পরীক্ষা করা হবে। এরমধ্যে সবচেয়ে বেশি ১০০ জনের ওপর পরীক্ষা এইমসে হবে। দ্বিতীয় পর্বের পরীক্ষায় ১২ টি প্রতিষ্ঠান মিলিয়ে প্রায় সাড়ে সাতশো জন সামিল হবেন।
প্রথম পর্বে ভ্যাকসিনের পরীক্ষা ১৮ থেকে ৫৫ বছরের এমন ব্যক্তিদের হবে, যাঁদের অন্য কোনও অসুস্থতা নেই। এইমসের ডিরেক্টর ড. রণদীপ গুলেরিয়া জানিয়েছেন, দ্বিতীয় পর্বে ১২ থেকে ৬৫ বছরের ৭৫০ জন ব্যক্তির ওপর ভ্যাকসিনের পরীক্ষা হবে।
এইমসে কোভ্যাক্সিনের মানব শরীরে পরীক্ষার প্রথম পর্ব শুরু, ইঞ্জেকশন যুবককে, নজর রাখা হবে সাতদিন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Jul 2020 06:22 PM (IST)
নোভেল করোনাভাইরাসের সংক্রমণ রুখতে ভারতে প্রথম দেশে তৈরি টিকা কোভ্যাকসিনের মানব শরীরে ক্লিনিক্যাল ট্রায়ালের প্রথম পর্ব শুক্রবার দিল্লির এইমসে শুরু হল। ৩০ থেকে ৪০ বছর বয়সের এক ব্যক্তিকে প্রথম ইঞ্জেকশন দেওয়া হল।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -