করোনা প্রতিরোধে বাংলাদেশের দিকে বন্ধুত্বের হাত বাড়াল ভারত। বাংলাদেশে উপহার হিসাবে পাঠানো হল ১ লাখ হাইড্রক্সিক্লোরোকুইন ও ৫০ হাজার সার্জিকাল গ্লাভস।
LONDON, UNITED KINGDOM - MARCH 26: In this photo illustration a pack of Hydroxychloroquine Sulfate medication is held up on March 26, 2020 in London, United Kingdom. The Coronavirus (COVID-19) pandemic has spread to many countries across the world, claiming over 20,000 lives and infecting hundreds of thousands more. U.S. President Donald Trump recently promoted Hydroxychloroquine, a common anti-malaria drug, as a potential treatment for COVID-19 when combined with the antibiotic azithromycin. “HYDROXYCHLOROQUINE & AZITHROMYCIN, taken together, have a real chance to be one of the biggest game changers in the history of medicine,” President Trump tweeted last week. (Photo by John Phillips/Getty Images)
নয়াদিল্লি:করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশের দিকে বন্ধুত্বের হাত বাড়াল ভারত। বাংলাদেশকে উপহার হিসাবে পাঠানো হল ১ লাখ হাইড্রক্সিক্লোরোকুইন ও ৫০ হাজার সার্জিকাল গ্লাভস।
সূত্রের খবর, বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের হাতে১ লাখ হাইড্রক্সিক্লোরোকুইন ও ৫০ হাজার সার্জিকাল গ্লাভস তুলে দেন ভারতের হাইকমিশনার রাষ্ট্রদূত রিভা গাঙ্গুলী দাস। স্বাস্থ্যমন্ত্রী জানান, এই কঠিন পরিস্থিতিতে প্রতিবেশী দেশের এই সাহায্য সাদরে গ্রহণ করল বাংলাদেশ। রিভা জানান, মার্চের ১৫ তারিখে ভারত উদ্যোগ নিয়েদক্ষিণ এশিয় আঞ্চলিক সহযোগিতা সংগঠনের নেতাদের সম্মেলনের আয়োজন করেছিল। অতিমারীর কথা ভেবে সেখানে গঠন করা হয় সার্স(SAARC) ইমান্জেন্সি ফান্ড। অতিমারীর সঙ্গে লড়াইয়ের পরের পদক্ষেপ হিসাবেই বাংলাদেশকে এই সাহায্য পাঠানোর সিদ্ধান্ত নেয় ভারত।
হাইকমিশনারের পক্ষ থেকে আরও জানানো হয়, ভারত-বাংলাদেশের মধ্যে গভীর বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। যে কোনও প্রতিবেশী দেশ সংক্রান্ত নীতি গ্রহণের সময় সর্বদা বাংলাদেশকে আগে রাখা হয়। অতিমারীর বিরুদ্ধে লড়াইয়ে ভারত যে বাংলাদেশের সঙ্গেই আছে এই বার্তা দিতেইহাইড্রক্সিক্লোরোকুইন ও সার্জিকাল গ্লাভস পাঠানো হয়েছে। এর আগেও বাংলাদেশের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য মাস্ক ওগ্লাভস পাঠিয়েছিল ভারত।
দেশ(nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।