গোহত্যাকারীর তুলনায় বেপরোয়া গাড়ি চালকের সাজা নগন্য, আক্ষেপ বিচারকের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Jul 2017 09:40 AM (IST)
নয়াদিল্লি: গাড়ি দুর্ঘটনায় মৃত্যুর ক্ষেত্রে দোষী চালকের সাজা যেখানে সর্বোচ্চ দু বছর কারাদণ্ড হতে পারে, সেখানে গোহত্যাকারীদের ৫ বছর থেকে ১৪ বছরের কারদণ্ডের সংস্থান রয়েছে। পথ দুর্ঘটনায় মৃত্যুর ক্ষেত্রে দোষী চালকের সাজার এই সংস্থান নিয়ে এভাবেই কার্যত আক্ষেপ করলেন দিল্লির একটি আদালতের বিচারপতি। অতিরিক্ত দায়রা বিচারক সঞ্জীব কুমার গাড়ি দুর্ঘটনা সংক্রান্ত একটি মামলার সাজা দিতে গিয়ে বলেছেন, গরু হত্যার ক্ষেত্রে সাজা বিভিন্ন রাজ্যে ৫ বা ৭ বা ১৫ বছরের কারাদণ্ডের সংস্থান রয়েছে। কিন্তু বেপরোয়া গাড়ি চালনায় মানুষের মৃত্যু ক্ষেত্রে মাত্র দুই বছরের কারাদণ্ডের সংস্থান রয়েছে। বিচারক পথ দুর্ঘটনায় মৃত্যুর মামলায় সাজার মেয়াদ বাড়াতে ঔনিবেশিক আইন সংশোধনের আর্জিও জানিয়েছেন। এ প্রসঙ্গে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো-র পরিসংখ্যান উল্লেখ করে বলেছেন, ওই আইনটি খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে। বিচারক আরও বলেছেন, ২০১৪-র থেকে ২০১৫-তে পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ৫.১ শতাংশ বেড়েছে। বিচারক আরও বলেছেন, রেষারেষির কারণেই অধিকাংশ দুর্ঘটনা ঘটে। বিচারক আরও বলেছেন, বিশ্বে বছরে মোট পথ দুর্ঘটনার ১০ শতাংশ ঘটে ভারতের। ক্ষয়ক্ষতির দিকে দিকে ভারত বিশ্বে শীর্ষে রয়েছে।