নয়াদিল্লি: দেশে বদল ঘটাতে গেলে গোরক্ষার ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে অভিমত জানালেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠওয়ালে। বুধবার ‘মুসলিম গোরক্ষা সঙ্ঘ’ নামে এক সংস্থার আনুষ্ঠানিক সূচনা করেন তিনি। সংগঠনের প্রতিষ্ঠাতাদের প্রশংসা করেও রামদাস বলেন, এটা একটা উল্লেখযোগ্য ব্যাপার যে, সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন নিজেরাই এগিয়ে আসছেন, গোহত্যার বিরুদ্ধে সচেতনতা ছড়াচ্ছেন। মুসলিম গোরক্ষা সঙ্ঘ স্থাপনকে বৈপ্লবিক পদক্ষেপ বলেন তিনি। দাবি করেন, এতে হিন্দু, মুসলিমরা আরও কাছাকাছি আসবে। সামাজিক ন্যয় ও ক্ষমতায়ন মন্ত্রী বলেন, দেশে পরিবর্তন আনতে হলে গোরক্ষার পদক্ষেপ চাই। গোহত্যার বিরুদ্ধে মানুষকে সচেতন করতে হবে। কারণ তা আইনে নিষিদ্ধ।
রামদাস বলেন, শুধু বিজেপি শাসনেই যে গোরক্ষার নামে পিটুনির ঘটনা ঘটছে, তা নয়। বিজেপি ক্ষমতায় না থাকার সময়ও এমন ঘটনা ঘটেছে। তবে তা মেনে নেওয়া যায় না কারণ গোহত্যা রোধ করতে পুলিশের সহায়তা চাওয়ার মতো অন্য রাস্তাও খোলা আছে।
মুসলিম গোরক্ষা সঙ্ঘের প্রতিষ্ঠাতা সভাপতি ইরফান শেখ জানান, এ ধরনের সংগঠন তৈরির ভাবনা রামদাস নিজেই দিয়েছেন। গরুকে রক্ষা করতে মুসলিমদেরও এগিয়ে আসা উচিত বলে মনে করেন তিনি।
ইরফান বলেন, মুসলিম সমাজের শিশুদের গোরক্ষার ব্যাপারে সচেতন করে তোলাই আমাদের প্রধান কাজ। আমরা এজন্য ওয়ার্কশপ করব, স্কুলে স্কুলে লেকচারের বন্দোবস্তও হবে।
গোরক্ষার ক্ষেত্রে অবদান রাখা লোকজনের ভূমিকা স্বীকৃতি দিতে সঙ্ঘ ‘গোরত্ন পুরস্কার’ চালু করবে বলেও জানান ইরফান।