নয়াদিল্লি: গোরক্ষকদের তাণ্ডব রোখার জন্য যে নির্দেশ দেওয়া হয়েছিল, সেটা কতটা পালন করা হয়েছে, সে বিষয়ে ২২টি রাজ্যের মুখ্যসচিবদের রিপোর্ট দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি দীপক মিশ্র ও বিচারপতি এ এম খানবিলকর ও বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ বলেছে, উত্তরপ্রদেশ, কর্ণাটক, ঝাড়খণ্ড, রাজস্থান ও গুজরাত ইতিমধ্যেই রিপোর্ট দিয়েছে। বিহার ও মহারাষ্ট্রও রিপোর্ট দেবে বলে জানিয়েছে। বাকি রাজ্যগুলিকে ১৩ অক্টোবরের মধ্যে রিপোর্ট দিতে হবে। এরপর সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে পরবর্তী নির্দেশ দেওয়া হবে। কেউ দায় এড়াতে পারবে না।

এ মাসের ৬ তারিখ ২৯টি রাজ্য ও সাতটি কেন্দ্রশাসিত অঞ্চলকে গোরক্ষকদের তাণ্ডব রোখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এক সপ্তাহের মধ্যে প্রতিটি জেলায় নোডাল অফিসার হিসেবে একজন উচ্চপদস্থ পুলিশ আধিকারিককে নিয়োগ করতে বলা হয়। সেই নির্দেশ কতটা পালন করা হয়েছে, সেটাই জানানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

মহাত্মা গাঁধীর প্রপৌত্র তুষার গাঁধী সহ কয়েকজন গোরক্ষকদের তাণ্ডব নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছেন। ৩১ অক্টোবর একসঙ্গে সবকটি মামলার শুনানি হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। তুষারের আইনজীবী ইন্দিরা জয়সিংহ বলেছেন, গোরক্ষকদের তাণ্ডব রোখার জন্য কেন্দ্রকে জাতীয় নীতি প্রণয়নের নির্দেশ দেওয়া উচিত সুপ্রিম কোর্টের। জুনেইদকে পিটিয়ে মারার কথাও উল্লেখ করে আর্থিক সহায়তা দেওয়ারও আর্জি জানান ইন্দিরা। তবে তাঁর এই আবেদন নাকচ করে দিয়ে সুপ্রিম কোর্ট বলেছে, দু’টি বিষয়কে এক করা উচিত নয়।