মুম্বই: সিপিএমকে 'দেশ-বিরোধী' বলে তীব্র আক্রমণ ত্রিপুরায় ২৫ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে বিজেপি জোটকে ক্ষমতায় নিয়ে আসার পিছনের কারিগর সুনীল দেওধরের। তিনি একটি মারাঠি চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে বলেছেন, কংগ্রেসকে দেশবিরোধী বলছেন না, কিন্তু ওদের নানা কাজকারবারে প্রায়ই রাষ্ট্র-বিরোধিতা চাঙ্গা হয় বলে মনে করেন। ওরা দরকার হলে যে কোনও কাজ করতে পারে। কিন্তু সিপিএম আদর্শের জায়গা থেকেই রাষ্ট্রবিরোধী। দেশের প্রতি বিশ্বাস নেই ওদের। আমরা ওদের দেশবিরোধী বললে ওরা খুশি হয়, কষ্ট পায় না। এ দেশে থাকতে হবে বলে বাধ্য হয়ে সংবিধান স্বীকার করেছে ওরা। যারা সংবিধান মানে না, তারা নকশাল। আসলে ওরা সকলেই এক। ওরা সংবিধানকে প্রহসন মনে করে, সুযোগ পেলে ভারত-বিরোধী কাজ করতে দ্বিধা করে না।

পাশাপাশি এখানে সাংবাদিক সম্মেলনেও দেওধর এ দেশে কমিউনিস্ট ভাবধারা বিদেয় করে জাতীয়তাবাদের প্রতিষ্ঠা করতে হবে বলে অভিমত জানান। বলেন, জাতীয়তাবাদ, মাতৃভূমির সঙ্গে যুক্ত আমাদের আদর্শ। দেশ ও তার উন্নয়নের পথে যে আদর্শই বাধা হবে, তাকে দূর করে দিতে হবে। আমি বলছি না কমিউনিস্টদের মুছে ফেলতে হবে, তবে ওদের আদর্শকে তো বটেই। ওদের আদর্শকে বিদেয় করতে হলে আমাকে নিজের ভাবধারা জোরকদমে প্রচার করতে হবে। এটা চিন্তার লড়াই, দর্শনের মোকাবিলা হয় দর্শন দিয়েই।

গোমাংসে নিষেধাজ্ঞার ব্যাপারে দেওধর বলেন, একটি রাজ্যের বহু মানুষ যদি কোনও ব্যাপারে আপত্তি করেন, চান, সেটা যাতে না হয়, তাহলে সরকারের তাঁদের কথা শোনা উচিত। উত্তরপূর্বের রাজ্যগুলির অনেক লোক গোমাংস খান, এমনকি সেখানকার বহু হিন্দুও গো-মাংস খান, তাই কোনও নিষেধাজ্ঞা থাকা উচিত নয়। জনগণের আবেগকে মাথায় রেখে কিছু কিছু ব্যাপারে সিদ্ধান্ত নিতে হয়।