কান্নুর (কেরল): সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতা আইন বা আফস্পা চালু রয়েছে, এমন রাজ্যগুলিতে সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলারা সেনাবাহিনীর দমনপীড়নের শিকার হন বলায় তুমুল সমালোচিত হচ্ছেন কেরল সিপিএমের রাজ্য সম্পাদক কোডিয়ারি বালকৃষ্ণান। তাঁর বিরুদ্ধে ফৌজদারি আইনি প্রক্রিয়া চালুর দাবি করেছে বিজেপি।


সিপিএম শীর্ষনেতাটি সেনার অবমাননা করেছেন বলে অভিযোগ তাদের।

প্রসঙ্গত, কেরলের কান্নুর দফায় দফায় রাজনৈতিক খুনোখুনিতে রক্তাক্ত বেশ কিছুদিন ধরে। রাজ্যে সিপিএম ক্ষমতায় আসীন হওয়ার পর থেকেই সেখানে সংঘর্ষ চলছে সিপিএম ও বিজেপি-আরএসএসের। চলতি মাসের গোড়ায় খুন হয়েছেন এক আরএসএস ক্যাডার। সিপিএমই তাদের কর্মী হত্যায় দায়ী বলে দাবি সঙ্ঘের। বিজেপি-আরএসএসের দাবি, কান্নুরে চালু করতে হবে আফস্পা।

গতকাল সংখ্যালঘুদের নিয়ে আয়োজিত সেমিনারে বালকৃষ্ণান বলেন, জম্মু ও কাশ্মীর, নাগাল্যান্ডে সন্ত্রাসবাদ দমনে আফস্পা চালু হয়। দুই রাজ্যেই সেনার নির্যাতনের শিকার সংখ্যালঘু গোষ্ঠীর মহিলারা। বিজেপি, আরএসএসের দাবি মতো কান্নুরে ওই আইন কার্যকর হলেও এরকম হবে। সুতরাং সংশ্লিষ্ট সকলে বিজেপির দাবির বিরোধিতা করুন।

পাল্টা বিজেপি মুখপাত্র জে আর পদ্মকুমার বলেছেন, ভারতীয় সেনাবাহিনী দেশ, দেশবাসীর গর্ব। আর তাকেই কিনা মহিলা অপহরণকারী, নির্যাতনকারী দেখানো হয়েছে বালকৃষ্ণনের ভাষণে। এটা রাষ্ট্রদ্রোহিতার সমান।